গতমাসেই সকলকে চমকে বিয়ের পিঁড়িতে বসেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। ধুমধাম করে সামাজিক বিয়ে নয়,বাড়িতেই আইনি ভাবে বিয়ে সেরেছেন তাঁরা। অবশ্য বিয়ের প্রায় একমাসের মাথায় রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন পরম-পিয়া জুটি। এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ছবি।
২৭শে নভেম্বর পরমব্রত ও পিয়ার বিয়ের খবর ফাঁস হতেই রীতিমত হইচই পড়ে গিয়েছিল। অনেকেই পিয়া চক্রবর্তীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে শুরু করেছিলেন নেটপাড়ায়। একাধিক মিম ভাইরাল হয়েছিল। ব্যাপক কটাক্ষের শিকার হয়েছিলেন নবদম্পতি। শুরুতে এসবের বিরুদ্ধে কোনো মন্তব্যই করেননি কেউ। তবে পরবর্তীকালে দুজনেই একে একে মুখ খুলেছিলেন।
অভিনেতা পরমব্রত জানান, ‘আপাতত ঘরোয়াভাবেই বিয়েটা সম্পন্ন হল। পরে একটা পার্টি দেওয়া ইচ্ছা আছে’। অনেকেই আন্দাজ করেছিলেন কটাক্ষ কিছুটা কমলে তবেই হয়তো রিসেপশনের আয়োজন করবেন তাঁরা। ঠিক তেমনটাই হয়, প্রায় একমাসের মাথায় আয়োজন হল রিসেপশন পার্টির। আর সেখানেই রীতিমত চাঁদের হাট।
আরও পড়ুনঃ ‘বউ হারালে বউ পাওয়া…’, পরমপিয়ার বিয়ের পর অনুপমের উদ্দেশ্যে বিশেষ বার্তা চিরঞ্জিত চক্রবর্তীর
বৌভাতের দিন থুড়ি রিসেপশনে হালকা মেরুন রঙের শার্ট আর ব্ল্যাক ব্লেজারে দেখা যাচ্ছে পরামব্রতকে। অন্যদিকে পিয়ার পরণে ছিল নীল রঙের ওএনপিস ড্রেস। এদিনের পার্টিতে সস্ত্রীক উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জী, আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা, রুদ্রনীল ভট্টাচার থেকে অরিন্দম শীল, গৌরব ও ঋদ্ধিমারা।
আরও পড়ুনঃ অনুপমের সন্তানদের ছেড়ে বিয়ে করেছেন পরমব্রতকে? বোমা ফাটালেন পিয়া চক্রবর্তী
রিসেপশনের এখানেই শেষ নয়, পার্টিতে চিরঞ্জিত চক্রবর্তী, সন্দীপ্তা সেন ও স্বামী সৌম্য মুখোপাধ্যায়, মুনমুন সেন, শ্রীকান্ত মেহেতা, কোয়েলের বর নিশপাল রানেও উপস্থিত ছিলেন। মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত ও শান্তিলাল মুখোপাধ্যায়কেও দেখা গিয়েছে পরম-পিয়ার রিসেপশনের পার্টিতে।
প্রসঙ্গত, গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। কিন্তু বছর দুয়েক আগে বিচ্ছেদ হয়েছিল অনুপম-পিয়ার। দু’জনের বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছিল পরমব্রতর নাম। যদিও সেই সময় এসমস্ত গুজবে কান দিতে নারাজ ছিলেন তাঁরা। তবে এবছর বিয়ের পর থেকেই আবার নতুন করে চর্চা শুরু হয়।