• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুপমের সন্তানদের ছেড়ে বিয়ে করেছেন পরমব্রতকে? বোমা ফাটালেন পিয়া চক্রবর্তী

Published on:

Piya Chakraborty opens up about her children rumours, পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তী

মাস খানেক ধরে ট্রেন্ডিংয়ে আছেন পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। সমাজসেবী-গায়িকা পিয়ার অবশ্য আরও পরিচিতি আছে। তিনি টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। মাস খানেক আগেই ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন ‘পরমপিয়া’। আর তারপর থেকেই নানান কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন তিনি।

বছর দুয়েক আগে বিচ্ছেদ হয়েছিল অনুপম-পিয়ার। দু’জনের বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছিল পরমব্রতর (Parambrata Chatterjee) নাম। যদিও এই রটনায় যে বিন্দুমাত্র সত্যতা নেই তা বারবার বলেছেন পিয়া। অনুপমের (Anupam Roy) সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে পরম-পিয়ার। সম্প্রতি সেই সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা।

Parambrata Chatterjee wife Piya Chakraborty to undergo a surgery day after marriage, পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তী

তবে বিয়ের পর থেকে যেভাবে ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া হচ্ছে তা নিয়ে বেশ বিরক্ত পিয়া। তাঁর কথায়, ‘আমার নিজস্ব একটা পরিচয় আছে। অমুকের বউ, তমুকের প্রাক্তন বউ, এটা কখনও পরিচয় হতে পারে না। আমার সঙ্গে যে দু’জন পুরুষের নাম জড়িয়েছে তাঁরা দু’জনেই বিখ্যাত। তার মানে এটা নয় যে আমার নিজের কোনও অস্তিত্ব নেই’।

এটুকু বলেই ক্ষান্ত হননি পিয়া। সম্প্রতি সন্তানদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। ফেসবুকে লিখেছেন, ‘জনস্বার্থে প্রচার করছি, বাধ্য হয়েছে। পিয়া চক্রবর্তীর, মানে আমার, কোনও সন্তান নেই। কস্মিনকালেও ছিল না। দুটিও নয়, একটিও নয়। দয়া করে ফেক নিউজ ফ্যাক্টরির দ্বারা মুরগি হবেন না। আচ্ছা নমস্কার। জনতার মঙ্গল হোক’।

Piya Chakraborty, পিয়া চক্রবর্তী

নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় পিয়ার এই পোস্ট। অনেকে তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। তবে এসবের মাঝেও কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, যে বাচ্চাদের ছবি দেখতে পারছি, তাহলে তারা কারা? সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা জল্পনা-কল্পনা নিয়ে পিয়া যে বিরক্ত তা বেশ বোঝা যাচ্ছে।

প্রসঙ্গত, একদিকে যখন পিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে চারিদিকে রীতিমতো গসিপ হচ্ছে, তখন তিনি এও বলেন, ‘আমার সঙ্গে যে দুই তারকার সম্পর্ক নিয়ে কথা হচ্ছে তাঁরাও কিন্তু কারোর না কারোর প্রাক্তন। তাই শুধু আমায় উদ্দেশ্য করে এরকম কথা বলার কোনও মানে হয় না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥