• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝিলিক থেকে পটল, ছোটবেলায় হিট হলেও এখন আর পর্দায় দেখা যায় না এই ৫ শিশুশিল্পীদের

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে (Tollywood) এমন অনেক তারকা রয়েছেন যাঁদের কেরিয়ার শুরু হয়েছিল শিশুশিল্পী (Child Actor) হিসেবে। অল্প বয়সে আকাশছোঁয়া সাফল্য পেয়েছিলেন তাঁরা। তবে বড় হতেই পর্দা থেকে যেন একপ্রকার গায়েব হয়ে গিয়েছেন তাঁরা। ঝিলিক থেকে শুরু করে পটল, এমন উদাহরণ রয়েছে প্রচুর। আজকের প্রতিবেদনে এমনই ৫ শিশুশিল্পীর নাম তুলে ধরা হল।

তিথি বসু (Tithi Basu) : ‘মা’ সিরিয়ালের ঝিলিক চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন খুদে অভিনেত্রী তিথি বসু। অল্প বয়সেই নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে এখন আর সেভাবে পর্দায় দেখা যায় না তিথিকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তিনি।

   

Maa serial fame Jhilik AKA Tithi Basu shared a picture as newly wed

হিয়া দে (Hiya Dey) : ‘পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালের পটলকে নিশ্চয়ই মনে আছে? যে কোনও পরিস্থিতিতে গান বাঁধার এই দুর্দান্ত ক্ষমতা ছিল তাঁর মধ্যে। এই ধারাবাহিক তুমুল জনপ্রিয়তা পেলেও এখন আর সেভাবে পর্দায় দেখা মেলে না হিয়ার। তিথির মতো তিনিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘চেটে চেটে খাবো’, ‘দাদাগিরি’র মঞ্চে সোহমের ‘হরলিক্স’ ডায়লগ শুনে হাসি চাপা দায় সৌরভের

Potol Kumar Gaanwala Actress Hiya Dey writes poem for future Husband

আর্শিয়া মুখার্জি (Arishiya Mukherjee) : সিরিয়ালপ্রেমী মানুষরা এখনও এখনও ভুলতে পারেননি ছোট্ট ‘ভুতু’কে। পরনে ঢিলেঢালা শার্ট আর খোলা চুলে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন পুঁচকে আর্শিয়া মুখার্জি। এখনও অনেকে তাঁকে ‘ভুতু’ নামেই মনে রেখে দিয়েছেন। তবে অভিনয় থেকে দূরে এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন আর্শিয়া।

আরও পড়ুনঃ ৪টে প্রেম ভেঙেও নট আউট! নতুন সম্পর্কে শ্রাবন্তী, ফাঁস পঞ্চম প্রেমিকের নাম

Bhutu Arshiya Mukherjee Troll

সোহম বসু রায় চৌধুরী (Soham Basu Roy Chowdhury) : ‘রাখি বন্ধন’ সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন খুদে শিল্পী সোহম বসু রায় চৌধুরী। ভাই-বোনের ভালোবাসা খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সোহম এবং কৃত্তিকা। এখন যদিও সোহমকে সেভাবে পর্দায় দেখা যায় না।

Soham Basu Roy Chowdhury

আরও পড়ুনঃ স্ট্রাগল না করেই তারকা হয়েছিল! প্রয়াত অভিনেতা তাপস পালকে নিয়ে বোমা ফাটালেন চিরঞ্জিত

সোহম চক্রবর্তী (Soham Chakraborty) : ‘মাস্টার বিট্টু’ রূপে আত্মপ্রকাশ করেছিলেন সোহম চক্রবর্তী। ‘ছোট বউ’ ছবিতে তাঁর সেই হরলিক্স চেটে চেটে খাওয়ার সংলাপ আজও ভুলতে পারেননি দর্শকরা।

Soham Chakraborty Horlicks dialogue

এখন অবশ্য ছোট্ট ‘মাস্টার বিট্টু’ অনেকটাই বড় হয়ে গিয়েছেন। টলিপাড়ার জনপ্রিয় নায়ক তিনি। তবে ভক্তদের একাংশের কথায়, ছেলেবেলার মতো সাফল্য নায়ক হিসেবে এখনও পাননি সোহম।

site