সোশ্যাল মিডিয়া খুললেই এখন নানান রকমের ধাঁধা (Riddle) চোখে পড়ে। যা আমাদের ছোটবেলার দিনগুলো মনে করিয়ে দেয়। ছেলেবেলায় কমবেশি আমরা প্রত্যেকেই ধাঁধা সমাধান করতে পছন্দ করতাম। সঠিক উত্তর দিলে নিখাদ আনন্দ অনুভব হতো আমাদের। এখন সোশ্যাল মিডিয়া এমনই নানান রকম ধাঁধা ভাইরাল হতে দেখি আমরা।
সমাজমাধ্যম (Social Media) খুললেই এমন বেশ কিছু ধাঁধা দেখা যায় যা আমাদের বিভ্রান্ত করে দেয়। পাশাপাশি এগুলির মাধ্যমে আমাদের মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তির প্রখরতাও যাচাই করে নেওয়া যায়। সেই সঙ্গেই শান দেওয়া যায় নিজের বুদ্ধিতে। আজ আপনার জন্য এমনই একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা।
সম্প্রতি টুইটারে (এক্স) একটি ধাঁধা ব্যাপক আলোড়ন (Viral) সৃষ্টি করেছে। সেখানে দেখা যাচ্ছে, অনেকগুলি জলের ট্যাঙ্ক (Water Tank) আছে। তবে এর মধ্যে কোনটি আগে ভরবে সেটা আপনাকে বলতে হবে। এক ঝলক দেখলে ধাঁধাটি বেশ কঠিন মনে হবে। তবে আসলে এমনটা নয়। কিছুক্ষণ মনোযোগ সহকারে দেখলেই আপনি উত্তর বলে দিতে পারবেন।
আরও পড়ুনঃ ১০০ জেনে পারে মাত্র ১ জন! ১০ সেকেন্ডে ছবিতে লুকোনো প্রজাপতি খুঁজতে পারলে ধন্য আপনার নজর
‘সায়েন্স গাইস’ নামের একটি টুইটার (এক্স) অ্যাকাউন্টে এই ধাঁধাটি পোস্ট করা হয়েছে। বিজ্ঞান সম্পর্কিত এই পোস্টে ১২টি জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে। সেগুলির উপরে ডানদিকে একটি কলও দেখা যাচ্ছে। সেখান থেকে জল পড়ছে। কল যেহেতু খোলা আছে তাই স্বাভাবিকভাবেই ট্যাঙ্কগুলি ভরতে শুরু করেছে। এর মধ্যে কোনটি আগে ভরবে সেটাই আপনাকে বলতে হবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক, ১২টি ট্যাঙ্কের মধ্যে কোনটি সবার আগে ভরবে। ‘স্পেস টেক ৯৪’ টুইটার (এক্স) অ্যাকাউন্টের মাধ্যমে এই ধাঁধার সঠিক উত্তর শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সবার প্রথম ‘A’ ট্যাঙ্কে জল ভরা শুরু হবে। এরপর সেই ট্যাঙ্কটি থেকে ‘B’ ট্যাঙ্কে জল প্রবাহিত হবে।
আরও পড়ুনঃ মাথা চুলকেও খুঁজে পাওয়া দায়! ১০ সেকেন্ডে ব্যাগের মাঝে গ্রিটিং কার্ড খুঁজতে পারলে আপনি জিনিয়াস
Answer: pic.twitter.com/xv8aV0Li1w
— Space and Technology (@spacetech94) December 4, 2023
এরপর ট্যাঙ্ক ‘C’ এবং ‘D’-এর দিকে জল প্রবাহের রাস্তা বন্ধ থাকায় জল ট্যাঙ্ক ‘J’র দিকে চলে যাবে। সেখান থেকে ‘I’র দিকে জল যেতে পারবে না। কারণ পাইপটি ওপরের দিকে রয়েছে। সেই কারণে জল ‘L’র দিকে চলে যাবে। এরপর ‘L’ থেকে জল বেরিয়ে ‘H’র দিকে যেতে পারবে না। কারণ সেদিকের পাইপটি বন্ধ। যে কারণে জল ‘F’র দিকে প্রবাহিত হবে এবং ‘F’ ট্যাঙ্কটি সবার আগে ভর্তি হবে।