• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০ জেনে পারে মাত্র ১ জন! ১০ সেকেন্ডে ছবিতে লুকোনো প্রজাপতি খুঁজতে পারলে ধন্য আপনার নজর

Updated on:

Optical illusion,Butterfly,Old man,Social media,Viral,Viral news,Offbeat,Offbeat news,অপটিক্যাল ইলিউশন,চোখের ধাঁধা,প্রজাপতি,সোশ্যাল মিডিয়া,ভাইরাল,ভাইরাল সংবাদ,অফবিট,অফবিট সংবাদ,Optical illusion butterfly in old man’s room,Bangla khobor,অপটিক্যাল ইলিউশন বৃদ্ধের ঘরে প্রজাপতি,চোখের ধাঁধা বৃদ্ধের ঘরে প্রজাপতি,বাংলা খবর

অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) মানেই একপ্রকার চোখের প্রতারণা। এই ধাঁধাগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে চোখের সামনে থাকা জিনিসও চট করে চোখে পড়ে না। আমাদের চোখ এবং মস্তিষ্ক দু’টিকেই বিভ্রান্ত করে তোলে এই অপটিক্যাল ইলিউশনগুলি। আজকের প্রতিবেদনে আপনার জন্য এমনই একটি ধাঁধা নিয়ে এসেছি আমরা।

মানুষের একঘেয়েমি দূর করায় চোখের ধাঁধার চেয়ে ভালো উপায় খুব কম রয়েছে। এমন অনেক মানুষ আছেন যারা এগুলি নিয়মিত সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। কারণ এর মাধ্যমে যাচাই করা যায় একজন ব্যক্তির আইকিউ লেভেলও (IQ Level)। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ কী চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা।

Optical illusion, Optical illusion butterfly in old man's room

আজকের প্রতিবেদনে যে ধাঁধাটি তুলে ধরা হয়েছে, সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেই ছবিটিতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ এবং একটি কুকুর (Dog) সোফার ওপর বসে রয়েছে। বৃদ্ধটি (Old Man) একমনে কিছু একটা সেলাই করছেন। তার ঘরের দেওয়ালে ঝোলানো রয়েছে নানান রকমের চিত্র, আলমারিতে রাখা আছে বই।

আরও পড়ুনঃ পান্ডাদের ভিড়েই লুকিয়ে আছে একটি পেঙ্গুইন! দম থাকলে ৭ সেকেন্ডের মধ্যে খুঁজে দেখান তো

তবে এসবের সঙ্গেই ছবিতে লুকিয়ে রয়েছে একটি প্রজাপতিও (Butterfly)। আর সেটিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। ভাইরাল এই ধাঁধা সমাধান করার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ১০ সেকেন্ডের মধ্যে আপনাকে প্রজাপতিটিকে খুঁজে বের করতে হবে। আপনি একবার চেষ্টা করে দেখুন তো পারেন কিনা।

আরও পড়ুনঃ নকলের ভিড়েই লুকিয়ে আসল পেঁচা, ৮ সেকেন্ডে খুঁজতে পারলে আপনার নজর বাজপাখির মত

Optical illusion, Optical illusion butterfly in old man's room

দাবি করা হয়েছে, বৃদ্ধের ঘরে প্রজাপতি খোঁজার চেষ্টা করেছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত সফল হয়েছেন হাতেগোনা কয়েকজন মানুষ। বাকি সবাই বাধ্য হয়েছেন হার স্বীকার করতে। আপনি কি ১০ সেকেন্ডের মধ্যে বৃদ্ধের ঘরে প্রজাপতি খুঁজে পেলেন?

আপনার জবাব যদি ‘হ্যাঁ’ হয় তাহলে মানতেই হবে আপনি একজন জিনিয়াস। তবে উত্তর ‘না’ হলেও নিরাশ হবেন না। কারণ আমরা বলে দিচ্ছি প্রজাপতিটা কোথায় আছে। ছবিতে থাকা কুকুরটির সামনে যে ঝুড়ি রয়েছে সেটিতেই প্রজাপতির একই অবয়ব রয়েছে। আশা করি এবার আপনি দেখতে পেয়েছেন?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥