• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চরিত্রহীন অপমান সহ্য না করতে পেরে আত্মঘাতী মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র চোখে জল আনা পর্ব

বারবার ময়ূরীর চক্রান্তের শিকার হতে হতে এবার ভেঙে পড়ল ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) মেঘ। আগে শুধু নীল এবং গাঙ্গুলী বাড়ির সদস্যরা তার ‘দুশ্চরিত্রা’ তকমা দিয়েছিল। তবে এখন গোটা সমাজ তার চরিত্র নিয়ে কথা বলছে। অনেকে তো বাড়ি বয়ে এসে অপমান করে যাচ্ছে। আর তাতেই এবার ভেঙে পড়লো মেঘ।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, রায়চকে অনুষ্ঠান করতে গিয়ে রূপ-ময়ূরীর চক্রান্তের শিকার হয় মেঘ আর জিষ্ণু। ওয়েলকাল ড্রিঙ্কে মাদক মিশিয়ে খাইয়ে দেওয়া হয় মেঘকে। এরপর সম্পূর্ণ ঘটনাটা এমনভাবে সাজানো হয় যা দেখে মনে হয় মেঘ (Megh) এবং জিষ্ণুর মধ্যে হয়তো অন্য কোনও রকমের সম্পর্ক আছে।

   

Zee Bangla Bengali serial Icche Putul Jishnu gives reality check to Neel

যদিও এবার মেঘের পাশে আছে নীল সহ সম্পূর্ণ গাঙ্গুলী পরিবার। নীল ইতিমধ্যেই বুঝে গিয়েছে, এই ঘটনার পিছনে রূপ আর ময়ূরী আছে। তবে লোকের মুখ বন্ধ করা কী এত সহজ! সংবাদমাধ্যম থেকে শুরু করে মেঘের ইউনিভার্সিটি- সর্বত্র এই নিয়ে চর্চা হচ্ছে।

 আরও পড়ুনঃ মা হচ্ছে ‘রাঙা বউ’! বিয়ের মরশুমে নিজেই সুখবর দিলেন অভিনেত্রী শ্রুতি দাস

Icche Putul Megh tries to kill herself

সংবাদপত্রে বেরনো লেখাগুলি দেখে মেঘ ভীষণ কষ্ট পায়। অনেকটা ভেঙে পড়ে সে। এরপর মনে মনে ভাবতে থাকে, শুধুমাত্র দিদিকে বাঁচানোর জন্যই জন্ম হয়েছিল তার। এটা ছাড়া এই পরিবারে আর কোনও দরকার নেই তার। সেই জন্য মনে মনে নিজেকে ভীষণ অবাঞ্ছিত মনে হতে থাকে মেঘের। তার মনে হয় শুধুমাত্র তার জন্য আজ এতকিছু ঘটছে।

আরও পড়ুনঃ অমানুষ পরাগকে গেলে ঘানি টানবে শিমুল, পাশে শতদ্রু! টিভির আগেই ফাঁস টানটান উত্তেজনার পর্ব

এরপর আবার গিনির থেকে মেঘ জানতে পারবে, তার জন্য কলেজে মারামারি করেছে নীল। সব মিলিয়ে, মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়বে মেঘ। আজকের পর্বে দেখা যাবে, সবকিছুর জন্য নিজেকে দায়ী করে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেবে সে। তাহলে কি এভাবেই শেষ হয়ে যাবে মেঘের জীবনের গল্প? নীল কি পারবে নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

site