• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অ্যানিমাল’ অতীত, এবার শ্রীরাম রূপে দর্শকদের সামনে আসছেন রণবীর! ফাঁস শ্যুটিং শুরুর দিনক্ষণ

এই মুহূর্তে ‘অ্যানিমাল’ জ্বরে কাবু সিনেপ্রেমী মানুষরা। ছবির গল্প নিয়ে অনেকে নাক সিঁটকেছেন একথা ঠিক। তবে রণবীর কাপুরের (Ranbir Kapoor) অভিনয় নিয়ে প্রশ্ন তোলেননি কেউ। অনেকেই বলেছেন, কেরিয়ারের সেরা অভিনয়টা এই ছবিতেই করেছেন ঋষি-পুত্র। ‘অ্যানিমাল’র (Animal) সাফল্যের মাঝেই এবার শ্রীরাম হওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন অভিনেতা।

আগেই জানা গিয়েছিল, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’এ (Ramayana) শ্রীরামের চরিত্রে দেখা যাবে রণবীরকে। এবার জানা গেল, প্রস্তুতিগত মহড়ার জন্য জলদিই লস অ্যাঞ্জেলসের উদ্দেশে রওনা দেবেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘রামায়ণ’র প্রি-প্রোডাকশনের জন্য আগামী বছরের শুরুর দিকেই লস অ্যাঞ্জেলস উড়ে যাবেন অভিনেতা। সেখানে DNEG এবং VFX অফিসে যেতে হবে তাঁকে।

   

Ranbir Kapoor as Shri Ram start shooting for Ramayana soon

নতুন বছর জানুয়ারি মাস থেকে ‘রামায়ণ’র প্রযুক্তিগত মহড়া শুরু হবে বলে খবর। কয়েক সপ্তাহ ধরে চলবে সেই কাজ। এর মাধ্যমে ছবির প্রাক-ভিস্যুয়ালাইজেশনের ওপর ফোকাস করা হবে বলে খবর। এর আগে একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, ‘রামায়ণ’র দুনিয়া তৈরির জন্য কাজ শুরু করে দিয়েছেন নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) এবং তাঁর টিম। ছবির ভিএফক্সের দায়িত্ব সামলাবে অস্কারজয়ী DNEG।

আরও পড়ুনঃ বাবা হতে চাই না! দীপিকার সাথে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিস্ফোরক রণবীর সিং

শোনা যাচ্ছে, ‘রামায়ণ’ তৈরিতে কোনও প্রকার ত্রুটি রাখতে চাইছেন নীতেশ। শুধু ভারত নয়, এই ছবির মাধ্যমে গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষদের মন জয় করতে চাইছেন পরিচালক। সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে শ্যুটিং শুরু করবেন ‘শ্রীরাম’ রণবীর, চলবে আগস্ট পর্যন্ত।

Ranbir Kapoor Sai Pallavi and Yash in Ramayana movie

মোট তিন ভাগে ‘রামায়ণ’র কাহিনী বড়পর্দায় ফুটিয়ে তুলবেন নীতেশ। প্রথম অংশে মূলত শ্রীরাম এবং সীতার ওপর ফোকাস করা হবে। দ্বিতীয় অংশে গুরুত্ব পাবে লঙ্কেশ রাবণের (যশ) কাহিনী। শোনা গিয়েছে, ‘রামায়ণ’র প্রথম অংশে যশের চরিত্রের শ্যুটিং হবে শ্রীলঙ্কায়। ট্রিলজির প্রথম ভাগের জন্য দক্ষিণী অভিনেতা ১৫ দিন সময় বরাদ্দ করেছেন।

আরও পড়ুনঃ সৌন্দর্য্য থেকে অভিনয়ে রশ্মিকাও ফেল! ফাঁস ‘অ্যানিমেল’ ছবির সুন্দরী অভিনেত্রীর নাম সহ আসল পরিচয়

প্রসঙ্গত, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’এ শ্রীরামের চরিত্রে রণবীর, রাবণের চরিত্রে যশ এবং সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখা যাবে। তিনজনেরই লুক টেস্ট করা হয়ে গিয়েছে বলে খবর। ছবিটি প্রযোজনার দায়িত্ব রয়েছে মধু মন্তেনার কাঁধে।

site