সপ্তাহ খানেক হল টেলিভিশনের পর্দায় পথচলা শুরু হয়েছে ‘গীতা LLB’র (Geeta LLB)। সন্ধ্যা সাড়ে ৬টার স্লটে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ শেষ হতেই সেই স্থান নিয়েছে এই মেগা। এই ধারাবাহিকে নায়িকা ‘গীতা’র চরিত্রে দেখা যাচ্ছে হিয়া মুখার্জিকে। অপরদিকে নায়ক ‘স্বস্তিক’র (Swastik) ভূমিকায় অভিনয় করছেন এক নবাগত অভিনেতা।
পর্দার ‘গীতা’ তথা হিয়া সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে চেনা মুখ হলেও, নায়ক স্বস্তিককে অনেকেই চেনেন না। টেলি জগতে একেবারেই নতুন মুখ তিনি। অভিনেতার আসল নাম কুণাল শীল (Kunal Shil)। প্রথম সিরিয়ালেই নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়ে নেওয়ার পাশাপাশি মহিলামহলেও ভালো রকমের জনপ্রিয়তা আদায় করেছেন সুদর্শন এই অভিনেতা।

জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলা টেলিভিশনে রাজত্ব করলেও কুণাল আদতে ঝাড়খণ্ডের ছেলে। ২০১৯ সালে কলকাত্য আসেন তিনি। এরপর থেকে এখানেই বসবাস করছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নিজের পড়াশোনা সম্পন্ন করার পর বিনোদন দুনিয়ায় পা রাখেন কুণাল। কেরিয়ারের শুরুটা মডেল হিসেবে করলেও, তিনি স্বপ্ন দেখতেন অভিনেতা হওয়ার। সেই কারণে সম্রাট মুখোপাধ্যায়ের অ্যাকাডেমি থেকে অভিনয়ের পাঠ নেন ‘গীতা LLB’ নায়ক।
আরও পড়ুনঃ পর্দায় দুচোখের বিষ ছেলের বউ! বাবুউউর মা হয়ে অভিশাপ পর্যন্ত শুনেছি জানালেন ‘কৃষ্ণা’ অরিজিতা

কেরিয়ারের শুরুতে একাধিক জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন কুণাল। সেই সঙ্গেই বিভিন্ন প্রোডাকশন হাউসে অডিশনও দিতেন তিনি। অবশেষে ব্লুজ প্রোডাকশনের ‘গীতা LL.B’ ধারাবাহিকে নায়কের চরিত্রে কাস্ট করা হয় কুণালকে। ‘স্বস্তিক’ চরিত্রে অভিনয় করেই ঘুরতে শুরু করে তাঁর ভাগ্যের চাকা।
আরও পড়ুনঃ ফ্যাশন ডিজাইনিং থেকে অভিনয়ে, অমৃতা দেবনাথের কঠিন সংগ্রামের কাহিনী সত্যিই চমকে দেওয়ার মত

প্রসঙ্গত, ‘গীতা LL.B’তে অভিনয়ের আগে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নয়নতারা’য় অভিনয় করেছেন ‘গীতা’ অভিনেত্রী হিয়া। তবে এখন জলসার পর্দায় প্রতিবাদী উকিলের চরিত্রে তাঁকে দেখতে বেশ ভালোলাগছে দর্শকদের। সেই সঙ্গেই কুণাল এবং হিয়ার রসায়নও বেশ পছন্দ হচ্ছে দর্শকদের। সিরিয়ালে কবে তাঁদের ‘লাভ ট্র্যাক’ আসে সেটাই এখন দেখার।














