• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্যাশন ডিজাইনিং থেকে অভিনয়ে, অমৃতা দেবনাথের কঠিন সংগ্রামের কাহিনী সত্যিই চমকে দেওয়ার মত

Amrita Debnath Wiki : অমৃতা দেবনাথ, নামটা বর্তমানে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বেশ পরিচিত। সন্ধ্যাতারা ধারাবাহিকে সন্ধ্যার বোন তারার চরিত্রে অভিনয় করছেন অমৃতা। অবশ্য এর আগেও একাধিক সিরিয়ালে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। তবে পছন্দের অভিনেত্রীর শুধু পর্দার কাহিনীই নয় বাস্তবের কাহিনী জানার জন্য মুকিয়ে থাকেন নেটিজেন থেকে ভক্তরা। তাই আজ বংট্রেন্ডের পর্দায় রইল অমৃতা দেবনাথের (Amrita Debnath) অভিনয়ের আসার কাহিনী থেকে আরও অনেক অজানা তথ্য।

২৯শে নভেম্বর ১৯৯৮ সালে আলিপুরদুয়ারে জন্মগ্রহণ করেন অমৃতা দেবনাথ। এরপর সেখানেই স্কুলজীবনের পড়াশোনা হয়। তারপর ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার জন্য চলে আসেন কলকাতায়। জানা যায় অভিনেত্রীকে পড়াশোনার খরচ চালানোর জন্য সাহায্য করতেন জেঠামশাই। কিন্তু ২০১৬ সালে অমৃতার বাবার কাজ চলে যায়। সেই সময় বাড়ির একমাত্র উপার্জনকারী হয়ে ওঠেন অমৃতা। এরপরেই অভিনয়ের জগতে আসা। 

   

২০১৭ সালে প্রথম  দেবীপক্ষ সিরিয়ালে কাজের সুযোগ আসে। এরপর বকুল কথা (2017), মন ফাগুন (2021) সিরিয়ালে দেখা গিয়েছিল অমৃতা দেবনাথকে। মন ফাগুনের পর কিছুদিন বিরতি। তারপর সন্ধ্যাতারা ধারাবাহিকে তারার চরিত্রে কামব্যাক করেন অভিনেত্রী। এখনও পর্যন্ত কোনো সিনেমাতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে দর্শকদের ইচ্ছে অমৃতা দেবনাথকে সিনেমা অথবা ওয়েব সিরিজে দেখার। নিচে অমৃতা দেবনাথের সম্পর্কে আরও বিশদে তথ্য দেওয়া হল। 

অমৃতা দেবনাথ-এর উইকি এবং বায়ো (Amrita Debnath Wiki & Bio)

নাম অমৃতা দেবনাথ (Amrita Debnath)
ডাক নাম অমৃতা
জন্মতারিখ ২৯ নভেম্বর ১৯৯৮
বয়স (২০২৩ সালে) ২৫ বছর
পেশা অভিনেত্রী
ধর্ম হিন্দু
বাসস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ

 

অমৃতা দেবনাথের শারীরিক গঠন (Amrita Debnath Hight Weight etc.)

উচ্চতা (প্রায়) ৫ ফুট ৫ ইঞ্চি
ওজন (প্রায়) ৫৬ কেজি
চোখের মণির রঙ গাঢ় বাদামি
চুলের রঙ কালো

 

অমৃতা দেবনাথ এর শিক্ষাগত যোগ্যতা (Amrita Debnath Education)

বিদ্যালয় জিতপুর হাই স্কুল, রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল
কলেজ INIFD
বিশ্ববিদ্যালয় জানা যায়নি
উচ্চশিক্ষার বিষয় ফ্যাশান টেকনোলজি

 

অমৃতা দেবনাথের প্রেমজীবন সহ অন্যান্য তথ্য (Amrita Debnath Boyfriend, Relationships & More)

প্রেমিক জানা যায়নি
প্রাক্তন প্রেমিক জানা যায়নি
বৈবাহিক জীবন অবিবাহিত
বিয়ের তারিখ এখনও বিয়ে হয়নি

 

অমৃতা দেবনাথের মা-বাবা ও পরিবার (Amrita Debnath’s Parents & Family)

মায়ের সাথে অমৃতা দেবনাথ : Amrita Debnath with Mother at Didi No 1

স্বামী এখনও বিয়ে হয়নি
বাবা কিংশুক দেবনাথ
মা নাম জানা যায়নি
ভাই-বোন আশীষ দেবনাথ

 

 

 

অমৃতা দেবনাথ অভিনীত সিরিয়াল (Amrita Debnath Serials)

টিভি সিরিয়াল ১. দেবীপক্ষ (Debipaksha)
২. বকুল কথা (Bakul Katha)
৩. মন ফাগুন (Mon Phagun)
৪. সন্ধ্যাতারা (Sandhyatara)
সিনেমা এখনও করেননি
ওয়েব সিরিজ এখনও করেননি

 

অমৃতা দেবনাথ এর প্রিয় জিনিস (Amrita Debnath’s Favourites Actor, Actress Color etc)

প্রিয় অভিনেতা শাহরুখ খান
প্রিয় অভিনেত্রী আলিয়া ভাট
প্রিয় রঙ গোলাপি
প্রিয় খেলা ফুটবল
প্রিয় স্ট্রিট ফুড মোমো

 

অমৃতা দেবনাথ এর সম্বন্ধে কিছু অজানা তথ্য (Unknown Facts About Amrita Debnath)

১. অমৃতার জন্ম এবং বেড়ে ওঠা আলিপুরদুয়ারে।
২. তুখোড় অভিনেত্রী হওয়ার পাশাপাশি অমৃতা একজন দক্ষ নৃত্যশিল্পী। একাধিক মেডেল এবং ট্রফি জিতেছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amrita debnath (@amrita24__)

৩. অমৃতা একজন পশুপ্রেমী। এছাড়া ভ্রমণ করতে এবং শরীরচর্চা করতে খুব ভালোবাসেন।
৪. রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি  নম্বর ১’এ প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল অমৃতাকে।
৫. ‘আবার ফিরে এলে’ মিউজিক ভিডিওয় অরুণাভ দে-র বিপরীতে দেখা গিয়েছিল অমৃতাকে।