সবভালো যার টিআরপি ভালো, একথা বাঙালি দর্শকেরা বেশ ভালো বোঝেন। আসলে বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) জনপ্রিয়তার মাপকাঠি এই টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point)। প্রতি সপ্তাহে TRP তালিকা প্রকাশ্যে আসে। এই পয়েন্ট দেখেই নির্ধারণ হয় ধারাবাহিকের ভাগ্য। একসময় তালিকায় একাধিপত্য করলেও বিগত কয়েকমাস শনির দশা ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। বেঙ্গল টপার তো দূর, সেরা তিনে থাকতেই হিমশিম খাচ্ছে সূর্য দীপার কাহিনী। তবে এবার কি মুখরক্ষা হল? চলুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে জি বাংলা থেকে ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়ালের টিআরপি তালিকা। যেখানে সেরা হয়েছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। ৮.৫ পয়েন্ট সহ জ্যাস সন্ন্যাল এবারের টপার। এর ঠিক পরেই রয়েছে ফুলকি (Phulki), প্রাপ্ত পয়েন্ট ৮.০। এরপর একটুর জন্য দ্বিতীয়স্থানে হাতছাড়া করে ৭.৯ পয়েন্ট সহ তৃতীয় হয়েছে সৃজন-পর্ণা। অবশ্য হবে নাই বা কেন! সৃজন-পর্ণার রোম্যান্টিক মুহূর্ত দেখার জন্য রীতিমত অপেক্ষায় ছিলেন দর্শকেরা।
অর্থাৎ প্রথম তিনের মধ্যে নেই অনুরাগের ছোঁয়া। জানলে অবাক হবেন প্রথম পাঁচেও ঠাঁই হয়নি। পলাশের বিয়ের পর্বের দৌলতে চতুর্থ স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। এর ঠিক পরেই রয়েছে তোমাদের রাণী। গল্পে রাণীর মা হওয়ার খবর জেনে গিয়েছে দুর্জয়ের পরিবার। আর শাশুড়িমা নিজের মেয়ের মত করেই যত্ন নিচ্ছেন রাণীর। তাহলে কোথায় রয়েছে দীপা? এর উত্তর হল ষষ্ঠ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের নম্বর সহ তালিকা।
আরও পড়ুনঃ ‘কারোর সংসার ভাঙিনি’! দীপঙ্করের প্রথম স্ত্রীকে নিয়ে মুখ খুললেন দোলন রায়
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
জগদ্ধাত্রী – ৮.৫
ফুলকি – ৮.০
নিম ফুলের মধু – ৭.৯
কার কাছে কই মনের কথা – ৭.১
তোমাদের রাণী – ৭.০
আরও পড়ুনঃ জামাইবাবুর সাথেই প্রেম করছে অনুরাগের ছোঁয়া’র উর্মি! দিব্যজ্যোতির সাথে ছবি ফাঁস হতেই শুরু জল্পনা
অনুরাগের ছোঁয়া – ৬.৯
গীতা LLB – ৬.৮
সন্ধ্যাতারা – ৬.৬
তুঁতে – ৬.৫
Love বিয়ে আজকাল – ৬.৪
সেরা দশের মধ্যে নাম থাকলেও জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকের যে জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। এসপ্তাহে মেঘ ও নীলের কাহিনী পেয়েছে ৫.৭ পয়েন্ট। অন্যদিকে নতুন হলেও অল্পদিনেই দর্শকদের মন জিতে নিয়েছে ‘গীতা LLB’। সেই কারণেই অনুরাগের ছোঁয়ার ঠিক পরেই রয়েছে ধারাবাহিকটি। এছাড়াও আরও দুটি নতুন ধারাবাহিক রয়েছে একটি আলোর কোলে অন্যটি মিঠিঝোরা। দুজনের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৫.২ ও ৪.৫।
সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শো দেখতে বেশ পছন্দ করেন বাঙালি দর্শকেরা। এসপ্তাহে রচনা ব্যানার্জীর ‘দিদি নং ১’ টেক্কা দিয়েছে সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি’কে। রচনার শো পেয়েছে ৬.০ ও সৌরভের শো পেয়েছে ৫.৪।