মঙ্গলবার ধুমধাম করে আয়োজিত হল ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান (KIFF 2023 Inauguration)। বলিউড থেকে শুরু করে টলিউড- নেতাজি ইন্ডোরে তখন উপস্থিত একাধিক জনপ্রিয় তারকা। এক এক করে বক্তব্য রাখলেন সৌরভ গাঙ্গুলী, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাটরা। তবে প্রত্যাশা মতো স্বভাবোচিত ভঙ্গিতে সম্পূর্ণ লাইমলাইট কেড়ে নিলেন সলমন খান (Salman Khan)।
বাকি অতিথিদের মতো গুরুগম্ভীর ভাষণ নয়, বরং হাসি-মজা করেই সকলের সামনে নিজের মনের কথা বললেন তিনি। কথা বলার আগে প্রথমে কিছুক্ষণ চুপ থেকে ‘ভাইজান’ বলেন, ‘আমার আগে যারা বললেন, তাঁরা রীতিমতো আমায় বিপর্যস্ত করে দিলেন। আমার বলার জন্য আর কিছুই বাকি রাখলেন না তাঁরা’।
KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে চলতি বছর ১৩ মে ইস্টবেঙ্গল মাঠে হাজির হয়েছিলেন সলমন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা। সেই প্রসঙ্গ টেনে গতকাল ভাইজান বলেন, ‘গতবার দিদি আমায় অনুরোধ করেছিলেন। আমি তাঁকে কথা দিয়েছিলাম, তাই আজ এখানে এলাম’।
আরও পড়ুনঃ মেঘ-জিষ্ণুকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই গাড্ডায় ময়ূরী! আগাম পর্ব ফাঁস হতেই বেশ হয়েছে বলছে নেটপাড়া
গতবার শহরে এসে মুখ্যমন্ত্রীর বাড়ি ছুটে গিয়েছিলেন সলমন। গতকাল কথার সূত্রে সেকথাও টেনে আনেন বলিউডের ‘টাইগার’। ভাইজান বলেন, ‘আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম, দিদি আমার থেকেও ছোট বাড়িতে থাকেন কিনা। তবে গিয়ে দেখলাম সত্যিই তাই’।
দেশের অন্যতম ধনী সুপারস্টার হওয়া সত্ত্বেও মুম্বইয়ে এক কামরার ফ্ল্যাটে থাকেন সলমন। হাসতে হাসতে অভিনেতা বলেন, ‘দিদিকে দেখে আমার সত্যিই হিংসে হয়। কারণ দেখলাম উনি আমার থেকেও ছোট বাড়িতে থাকেন’। কথার সূত্রেই তিনি বলেন, অনিল কাপুর, মহেশ ভাটদের বাড়ি তাঁর ফ্ল্যাটের থেকে অনেক বড়। অভিনেতার কথায়, ‘আসলে আমার এবং দিদির মতো সরল মনের মানুষদের দিন কাটানোর জন্য খুব বেশিকিছু লাগে না’।
আরও পড়ুনঃ বিয়ের মরশুমে বুক ভরা বেদনা! ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতির কবিতা দেখে চিন্তিত নেটপাড়া
এদিন কলকাতায় এসে বাংলায় বেশ কিছু কথা বলতেও শোনা যায় সলমনকে। ‘কলকাতা কেমন আছো’? ‘আমি তোমাকে ভালোবাসি’র মতো কথা বলে দর্শকদের মন জয় করে নেন ভাইজান। KIFF-এর মঞ্চ মাতিয়ে সলমন যখন নেতাজি ইন্ডোর থেকে বেরোচ্ছেন, সেই সময় তাঁকে ডাকেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি বলেছিলাম না, আমার সব বাঙালি মেয়েরা তোমার সঙ্গে একটু ছবি তুলতে চায়। ‘মমতাদি’র কথায় সম্মতি জানিয়ে ফের ভেতরে প্রবেশ করেন ভাইজান। শ্রাবন্তী, ইমন, কৌশানীদের সঙ্গে হাসিমুখে ছবি তুলে গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি।