বাংলা সিনেমা হোক বা সিরিয়াল অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) নামটাই যথেষ্ট তাঁকে চেনার জন্য। একদিকে যেমন বড়পর্দায় অনবদ্য অভিনয় করে সুপারহিট ছবি উপহার দিচ্ছেন তেমনি ছোটপর্দাতেও সর্বদাই প্রশংসিত তিনি। বর্তমানে ষ্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasa) ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে দেখে গিয়েছে অভিনেত্রীকে। যেখানে সম্পর্ক, বিয়ে থেকে সহবাস এমনকি বর্তমনে সমাজের বহুচর্চিত পরকীয়ার মত বিষয় নিয়ে কথা বলেছেন অপরাজিতা আঢ্য।
এদিন সম্পর্কের কথা বলতে গিয়ে শুরুতেই অপরাজিতা বলেন, ভালো মানুষকে বিয়ে করলে জীবন সমৃদ্ধ হয়। একে ওপরের জন্য ভালোবাসা, বিশ্বাস ও সন্মান যদি না থাকে তাহলে বিয়ে মূল্যহীন। এই ধরণের বিয়ের থেকে বেরিয়ে আসাই শ্রেয় বলে মনে করেন তিনি। তবে ফ্রেন্ডস উইথ বেনিফিট, সিচুয়েশনশিপ কিংবা সহবাসের মত জিনিস মোটেই সমর্থন করেন না তিনি। অপরাজিতার মতে বন্ধুত্ব একটা সুন্দর সম্পর্ক।
এদিন পরকীয়ার সম্পর্কেও বেশ কিছু কথা বলতে শোনা গেল অপরাজিতা আঢ্যকে। তাঁর মতে, পরকীয়া তো সুস্থতার লক্ষণ। রামায়ণ-মহাভারতের যুগ থেকেই পরকীয়া রয়েছে। আমি একজনের সাহতে ঘর করি, একজনকে ভালোবাসি মানি অন্য কাউকে দেখবে না এটা নয়। কোনো জিনিস আমার ভালো লাগতে পারে না! এই মন্তব্যের পর ব্যাপারটা আরও সহজভাবে বোঝানোর জন্য তিনি জানান, আমি শুধুমাত্র গোলাপ ভালোবাসি বলে পদ্মকে দেখব না, অর্কিড, করবির দিকে তাকাবো না এ আবার হয় নাকি!
আরও পড়ুনঃ একা পর্ণায় রক্ষে নেই এবার এল দোসর! বিয়ের পরেই ‘ধ্যাষ্টামো’ জেঠুকে জব্বর টাইট দিল রুচিরা
অভিনেত্রীর মতে এটা আসলে জীবনের ধর্ম। যার জীবনে জোট অপশন বেশি তার ততবেশি ভালোবাসা আসতে বা থাকতেই পারে। তবে সব কিছুর মধ্যে ব্যালেন্স করে হকতে হবে সেটাই আসল। ভালো লাগা কিংবা ভালোবাসা এসব চলতেই পারে, এতে অন্যায়ের কিছু নেই।
অপরাজিতা আঢ্যর এই সাক্ষাৎকার ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের তরফ থেকে। কারোর মতে সময়োপযোগী আর যুক্তি দিয়ে কথাবলেছেন তিনি। তো কেউ আবার পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। এক নেটিজেন লেখেন, ‘বাহ কি চমৎকার কথা, পৃথিবী থেকে পরিবার প্রথাকে তুলে দিতে চাইলে, সংসারের সুখ শান্তিকে চিরতরে মুছে ফেলতে চাইলে এই একটি কথাই যথেষ্ট’।
আরও পড়ুনঃ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে শুভশ্রীর দিদি! দেবশ্রী গাঙ্গুলীর হবু স্বামী কে চেনেন? দেখুন আসল পরিচয়
অবশ্য কটাক্ষের পাল্টা জবাব সাক্ষাৎকারেই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, ‘সম্পর্কের জন্য বিশ্বাস প্রয়োজন। আবার তেমনি পরকীয়ায় সুস্থতার লক্ষণ। তেমনি প্রয়োজন আত্মসম্মানের। আমার বড় পরকীয়া করলে বিশ্বাস থাকবে কি করে? বন্ধুত্ব নিয়েও সংশয় থাকবে, এতে কি আত্মসম্মান অক্ষুন্ন থাকে?’