ডিসেম্বর পড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে প্রবেশ করেছে হিমেল হাওয়া। শহর কলকাতায় এখনও সেভাবে শীত (Winter) না পড়লেও উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। আর সেই সঙ্গেই পর্যটকরা ভিড় করতে শুরু করে দিয়েছেন সেখানে। আপনিও যদি দার্জিলিং (Darjeeling) কিংবা কালিম্পং (Kalimpong) যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন।
ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে এখন আস্তে আস্তে অফবিট লোকেশনের (Offbeat Location) জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ভিড়ে ঠাসা চেনা জায়গায় না গিয়ে অনেকেই এখন নির্জন অফবিট এলাকায় ঘুরতে যেতে পছন্দ করছেন। এমনই একটি স্থান হল শিঞ্জি (Sinji)। ছবির মতো সাজানো কালিম্পংয়ের এই অফবিট ডেস্টিনেশনে একবার গেলে জুড়িয়ে যাবে আপনার শরীর-মন।
পাহাড়ি গ্রামের কথা শুনলেই আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে শিঞ্জি একেবারে তেমন দেখতে। চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছোট-বড় নানান পাহাড়, আর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এছাড়া আপনার যদি সূর্যোদয়-সূর্যাস্ত দেখতে ভালোলাগে তাহলেও এখানে গেলে ভালোলাগবে আপনার।
আরও পড়ুনঃ বিয়ের পর হানিমুনের প্ল্যান খুঁজছেন? স্বল্প খরচে বিদেশে মধুচন্দ্রিমার ধামাকা অফার দিচ্ছে IRCTC
শোনা যায়, শিঞ্জি থেকে কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ রূপ দেখতে পাওয়া যায় তা নাকি চিরকাল মনে গেঁথে থাকে। মেঘের চাদরে মোড়া পাহাড়ে সূর্যর লাল আভা দেখতে সত্যিই অসাধারণ অনুভূতি হয়। তবে শুধু কাঞ্চন-দর্শনই নয়, শিঞ্জি থেকে তিস্তারও অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায়।
কীভাবে যাবেন?
সব কিছু জানার পর চলুন তাহলে জেনে নেওয়া যাক এখানে কীভাবে যেতে হয়। শিঞ্জি যেতে হলে আপনাকে প্রথমে ট্রেনে করে শিলিগুড়ি নামতে হবে। এরপর সেখান থেকে গাড়ি করে পৌঁছে যেতে হবে কালিম্পং। এখান থেকে শিঞ্জির দূরত্ব মাত্র ২ কিলোমিটার।
আরও পড়ুনঃ ভুলে যান উত্তরবঙ্গ! ঘুরে আসুন পাহাড়-জঙ্গলে ঘেরা ওড়িশার এই অফবিট লোকেশন থেকে, রইল ঠিকানা
কোথায় থাকবেন?
কালিম্পংয়ের বাকি নানান অফবিট ডেস্টিনেশনের মতো শিঞ্জিতেও থাকার একাধিক হোমস্টে রয়েছে। নিজের পছন্দমতো যে কোনও একটি বেছে নিয়ে সেখানেই থাকতে পারবেন আপনি। তবে যাওয়ার আগে বুক করে যেতে ভুলবেন না যেন।