বাঙালির প্রিয় খেলার কথা জিজ্ঞাসা করলে ক্রিকেটের (Cricket) নাম আসতে বাধ্য। আর ক্রিকেট মানেই বাংলা ও বাঙালির আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশ্বকাপ সিজেনে বিরাট কিংবা ধোনি ফ্যান যতই থাকুক অল টাইম ফেবারেট প্লেয়ারের কথা উঠলে ক্রিকেটের মহারাজ সৌরভের কথা তো উঠবেই। লর্ডসের মাঠে যেমন দাপট দেখিয়েছিলেন তেমনি BCCI প্রেসিডেন্ট পদেও নিজের ভূমিকা যথাযত পালন করেছেন তিনি। এছাড়াও টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ (Dadagiri) রিয়েলিটি শোতে দেখা যায় তাকে।
আসলে ক্রিকেটের স্বর্ণযুগের সময় মাঠে নেমেছিলেন সৌরভ গাঙ্গুলিই। সেই সময় সৌরভ ছাড়াও শচীন তেন্ডুলকার থেকে রাহুল দ্রাবিড় মানেই ঝড় উঠত রানের। তাদের দেখার জন্য হাঁ করে টিভির সামনে বসে থাকত বাচ্চা থেকে বুড়ো সকলেই। মাঝে যখন ষড়যন্ত্রের কারণে সৌরভ টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েন অনেকেই খেলে দেখা ছেড়ে দিয়েছিলেন। তবে ক্রিকেটের প্রতি প্রেম আর দাদার প্রতি ভালোবাসা এক ও অদ্বিতীয় রয়ে গিয়েছে।
শুধু মাঠে নয়, নিজের জীবনেও দাদাগিরি করে দেখিয়েছেন সৌরভ। ডোনা গাঙ্গুলিকে বিয়ের আগে প্রেমের কাহিনী আজও সকলের কাছেই বেশ অনুপ্রেরণামূলক। বর্তমানে ৫১ বছর বয়সী সৌরভ গাঙ্গুলি স্ত্রীকে নিয়ে ভারতে থাকলেও তাঁদের একমাত্র মেয়ে থাকে বিদেশে। কিছুদিন আগেই মেয়ে পাশ করে বড় কোম্পানিতে চাকরি পাওয়ার খুশিতে বিদেশে গিয়েছিলেন সৌরভ-ডোনা।
আরও পড়ুনঃ ঠিক যেন রাজকন্যা, বলিউডের মত রাজকীয় স্টাইলে বাগদান সারলেন সন্দীপ্তা, রইল সমস্ত ছবির অ্যালবাম
তবে সম্প্রতি সৌরভ গাঙ্গুলির এক নতুন প্রতিভার খোঁজ মিলেছে। গায়ক না হলেও বেশ ভালো গান গাইতে পারেন দাদা। এমনিতে দাদাগিরির মঞ্চে সৌরভের জীবনের একাধিক কাহিনী জানা যায়। প্রতিযোগী থেকে সেলিব্রিটিরা দাদাকে প্রশ্ন করতেই উদ্ঘাটন এক একেরপর এক অতীতের গল্প। এবার দেখা গেল এক অনুষ্ঠানে গান গাইছেন সৌরভ গাঙ্গুলি। আর উপস্থিত সকলে সেটা বেশ উপভোগ করেছেন।
View this post on Instagram
আরও পড়ুনঃ জন্মের ৪ দিনেই অফার এল টলিউড থেকে! রাজ-শুভশ্রী কন্যার নায়ক কে হবে জানেন?
বলার অপেক্ষা রাখে না ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে শাহরুখ খানের বিখ্যাত ছবি ‘পরদেশ’ এর ‘ইয়ে দিল দিওয়ানা’ গান গাইতে দেখা যাচ্ছে সৌরভকে। নাচিকেত লেলের এই ভিডিওতে হাজারো লাইক পড়ে গিয়েছে। সাথে সৌরভের গানের প্রশংসাও করেছেন নেটিজেনরা।