কালিম্পং (Kalimpong), দার্জিলিং (Darjeeling) ছাড়া পাহাড়প্রেমী মানুষদের আরও একটি পছন্দের ডেস্টিনেশন হল সিকিম (Sikkim)। ছবির মতো সাজানো এই জায়গায় কমবেশি সারা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে। বিশেষত পশ্চিম সিকিম ভ্রমণপিপাসু মানুষদের খুব পছন্দের। কারণ এখান থেকে যেমন কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক রূপ দেখা যায়, তেমনই বেশ কিছু অফবিট লোকেশনও (Offbeat Location) আছে যা মুগ্ধ করে দেয়।
এই পশ্চিম সিকিমেরই (West Sikkim) একটি দুর্দান্ত পর্যটন কেন্দ্র হল রিনচেংপেং। সিনারির মতো সুন্দর একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এটি। এখানকার সৌন্দর্য ভাষায় বয়ান করা বেশ কঠিন। এখান থেকে কিছুটা গেলেই আরও একটি মনোরম জায়গা রয়েছে, তার নাম হল ইয়াংসাম (Yangsum)। একদিকে জঙ্গল, অন্যদিকে পাহাড়- প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে স্বর্গের চেয়ে কোনও অংশে কম নয় এই স্থান।
যেহেতু এই জায়গাগুলি অফবিট সেই জন্য এখনও বহু মানুষ এর বিষয়ে জানেন না। যে কারণে এখানে পর্যটকদের তেমন ভিড়ও চোখে পড়ে না। শহুরে কোলাহল থেকে দূরে নিরিবিলি, শান্ত পরিবেশে কয়েকদিন ছুটি কাটাতে চাইলে আপনি চলে যেতে পারেন এখানে।
আরও পড়ুনঃ মাত্র ১২০০ টাকায় সবুজে ঘেরা পাহাড়, পাশেই সুন্দরী তিস্তা! রইল উত্তরবঙ্গের এক অফবিট গ্রামের হদিশ
পাহাড়ি এই জায়গার অন্যতম আকর্ষণ হল এখানকার বাজার। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই ছোট ছোট বাজারগুলির ওপর এখানকার বাসিন্দাদের রুজিরুটি নির্ভর করে। এই পাহাড়ি মার্কেটগুলিতে নানান রকমের জিনিস বিক্রি হয়। তাই এখানে ঘুরতে গেলে চেষ্টা করবেন বাজারগুলি থেকে একবার ঘুরে আসার।
কীভাবে যাবেন?
সিকিমের এই অফবিট ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ১৩৪ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যেতে হলে আপনাকে প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। এরপর সেখান থেকে গাড়ি বুক করে পৌঁছে যেতে হবে ইয়াংসামে।
আরও পড়ুনঃ এবার শীতে পাহাড়ে ঘুরতে যেতে চান? রইল কম বাজেটে সেরা অফবিট উত্তরবঙ্গ ভ্রমণের সম্পূর্ণ গাইড
কোথায় থাকবেন?
শুধু ঘুরতে গেলেই তো হল না, থাকার জায়গার বিষয়েও জানা চাই। অফবিট এই গ্রামে ঘুরতে গেলে আপনাকে থাকতে হবে হোমস্টে-তে। এখানে থাকার জন্য ছোট-বড় বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। থাকার পাশাপাশি খাওয়াদাওয়ার সুবন্দোবস্ত রয়েছে এখানে।