প্রত্যেক সপ্তাহেই ‘দাদাগিরি’র (Dadagiri 10) মঞ্চে বসে চাঁদের হাট। জি বাংলার (Zee Bangla) একাধিক সিরিয়ালের তারকাদের প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে চলতি সিজনে। গত সপ্তাহে যেমন হাজির হয়েছিল বেঙ্গল টপার ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) সদস্যরা। দাদার সঙ্গে খুনসুটি করা থেকে নিজেদের চরিত্রে অভিনয় করা দেখানো- সব কিছুই করেন শিমুলরা।
এদিন ‘দাদাগিরি’র মঞ্চে শিমুলের (Shimul) সঙ্গে উপস্থিত হয়েছিলেন তাঁর বান্ধবীরা। বাদ যাননি শাশুড়ি মধুবালা (Madhubala) এবং ননদ পুতুল (Putul)। এদিন নিজেদের নানান গল্প সৌরভের সঙ্গে ভাগ করে নেন মানালি, শ্রীতমারা। কথায় কথায় উঠে আসে ধারাবাহিকের প্রসঙ্গও। একটা সময় রীতা দত্ত চক্রবর্তী তথা পর্দার মধুবালা ধারাবাহিকের (Bengali Serial) একটি অংশ দাদার সামনে তুলে ধরেন।

শিমুলের শাশুড়ি সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) বলেন, একটা সময় তার ছেলের বৌ রাগ করে নিজের বাপের বাড়ি চলে গিয়েছিল। সেকথা শুনেই সৌরভ হাসতে হাসতে বলে ওঠেন, ‘কই আমারটা তো কখনও গেল না’। ‘আমারটা’ বলতে ‘দাদা’ যে ‘বৌদি’ ডোনাকেই ইঙ্গিত করেছেন তা বুঝতে অসুবিধা হয়নি কারোর। সৌরভের মুখে একথা শুনে হেসে ওঠেন প্রত্যেকে। সৌরভ যে কথাটা মজা করে বলেছেন সেটাও বুঝেছেন সকলে।
আরও পড়ুনঃ দীপার জীবনে দ্বিতীয় পুরুষ আসায় বিরক্ত? সাক্ষাৎকারে বিস্ফোরক ‘সূর্য’ অভিনেতা দিব্যজ্যোতি

সৌরভের এই মন্তব্যের ক্লিপিং ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা নানান রকম কমেন্ট করছেন সেখানে। কেউ লিখেছেন, ‘কেন দাদা, বৌদি চলে গেলে বুঝি ভালো হতো?’ দ্বিতীয়জনের আবার মন্তব্য, ‘আজকেও বেঙ্গল টপার শিমুল-মধুবালার দ্বৈরথ, দারুণ লাগছে’।
আরও পড়ুনঃ গুড্ডির থেকে দ্বিগুণ সুন্দরী! এই টেলি নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছে ‘অনুজ’ রণজয়
প্রসঙ্গত, গত সপ্তাহে ‘দাদাগিরি’তে ‘কার কাছে কই মনের কথা’র সদস্য হিসেবে উপস্থিত হলেও কেউই সিরিয়ালের মতো সেজে আসেননি। শিমুল অভিনেত্রী মানালি যেমন পরেছিলেন হালকা নীল রঙের একটি শাড়ি এবং লাল রঙের ব্লাউজ। অপরদিকে তার শাশুড়ি মধুবালাও হাজির হয়েছিলেন একেবারে ভিন্ন লুকে। সিরিয়ালের মতো সাদা শাড়ি নয়, বরং পরাগের মা খেলতে এসেছিলেন লাল রঙের একটি শাড়ি পরে।














