Most Expensive Wedding: বিয়ে ঘিরে প্রত্যেকেরই নানান স্বপ্ন থাকে। কেউ চায় কাছের মানুষদের সাক্ষী রেখে সাত পাক ঘুরতে, কারোর আবার পছন্দ ডেস্টিনেশন ওয়েডিং। আর বিয়েটা (Wedding) যদি তারকাদের হয় তাহলে তো ছেড়েই দিন। জলের মতো টাকা খরচ করেন তাঁরা। আজকের প্রতিবেদনে ভারতের সবচেয়ে দামি ৭টি বিয়ের (Most Expensive Wedding) হদিশ তুলে ধরা হল। সেখানে কত টাকা খরচ হয়েছিল শুনলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না আপনি।
অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাইয়ের বিয়ে (Abhishek Bachchan Aishwarya Rai Wedding)- ২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই। তাঁদের বিয়ে নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। শোনা যায়, সেই সময় দাঁড়িয়ে অভিষেক-ঐশ্বর্যর বিয়েতে প্রায় ৬-৭ কোটি টাকা খরচ করা হয়েছিল।
লক্ষ্মী নিবাস মিত্তলের ভাইঝির বিয়ে (Lakshmi Mittal Niece Wedding)- ‘স্টিল কিং’ নামে খ্যাত লক্ষ্মী নিবাস মিত্তলের ভাইঝি সৃষ্টি মিত্তলের বিয়েতে জলের মতো টাকা খরচ হয়েছিল। রাজকীয় এই বিয়েতে কোনও প্রকার খামতি রাখেননি দুই পরিবারের সদস্যরা। বিয়ের পর ৬০ কিলো ওজনের একটি কেক কেটেছিলেন সৃষ্টি এবং তাঁর স্বামী।
আরও পড়ুন- প্রতিমাসে হবে মোটা টাকা আয়! রইল মেয়েদের জন্য বাড়ি বসেই করার মত ৫টি দুর্দান্ত ব্যবসার আইডিয়া
সুখবীর সিংয়ের মেয়ের বিয়ে (Sukhbir Singh Daughter Wedding)- ২০১১ সালে সুখবীর সিংয়ের মেয়ে সাত পাকে বাঁধা পড়েছিলেন। সেই বিয়েতেও জলের মতো টাকা খরচ হয়েছিল। নিজের মেয়েকে একটি হেলিকপ্টার উপহার দিয়েছিলেন সুখবীর সিং।
আরও পড়ুনঃ বেখেয়ালে ভাত পুড়ে গেছে? এই ছোট্ট উপায়েই কেটে যাবে পোড়া গন্ধ, জেনে নিন দারুণ কাজের জিনিস
রবি পিল্লাইয়ের মেয়ের বিয়ে (Ravi Pillai Daughter Wedding)- ২০১৫ সালে রবি পিল্লাইয়ের মেয়ে আরতি পিল্লাই বিয়ে করেছিলেন। রাজকীয় এই বিয়েতে বিশ্বের ৪২টি দেশ থেকে অতিথি সমাগম হয়েছিল।
জনার্দন রেড্ডির মেয়ের বিয়ে (Janardhana Reddy Daughter Wedding)- নোটবন্দির সময় বহু মানুষ দু’বেলা দু’মুঠো খাবার জোটাতে হিমশিম খেতেন। সেই সময় নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন কর্ণাটকের মন্ত্রী জনার্দন রেড্ডি। আরতির বিয়ের কার্ডে রূপো গণেশ প্রতিমা বানিয়েছিলেন তিনি।
সুব্রত রায়ের মেয়ের বিয়ে (Subrata Roy Daughter Wedding)- ২০০৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুব্রত রায়ের মেয়ে। সেই উপলক্ষ্যে গোটা লখনউ শহরকে নববধূর মতো সাজিয়ে দিয়েছিলেন তিনি। শোনা যায়, মেয়ের বিয়েতে প্রায় ৭৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন সুব্রত রায়।
ঈশা অম্বানির বিয়ে (Isha Ambani Wedding)- রিল্যায়েন্স কর্ণধার মুকেশ অম্বানির একমাত্র মেয়ে হলেন ঈশা। ২০১৮ সালের ১২ ডিসেম্বর আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঈশার বিয়েতে প্রায় ৭০০ কোটি টাকা খরচ হয়েছিল। এখান থেকেই বেশ বুঝে নেওয়া যায়, সেই বিয়েতে কতখানি এলাহি আয়োজন করা হয়েছিল।