• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতিমাসে হবে মোটা টাকা আয়! রইল মেয়েদের জন্য বাড়ি বসেই করার মত ৫টি দুর্দান্ত ব্যবসার আইডিয়া

Published on:

Business Idea for Woman,Woman Empowerment,Small Business Ideas,Unique Business Ideas for Woman,ব্যবসার আইডিয়া,মেয়েদের জন্য ব্যবসার আইডিয়া,বাড়ি থেকে ব্যবসার আইডিয়া,ইউনিক ব্যবসার আইডিয়া

বর্তমানে মেয়েরাও ছেলেদের তুলনায় কোনো অংশেই পিছিয়ে নেই। পড়াশোনা থেকে চাকরি সর্বত্রই সমানে সমানে টেক্কা দিচ্ছে নারী-পুরুষ। তবে এমনও অনেকে আছেন যারা বাড়িতেই ব্যবসা (Business) শুরু করতে চান। কিন্তু সঠিক ব্যবসার আইডিয়া (Business Idea) বা পুঁজির জন্য করে উঠতে পারছেন না। এমন মহিলাদের জন্যই রইল আজকের প্রতিবেদন। আজ মেয়েদের জন্য দুর্দান্ত ৫টি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি বংট্রেন্ডের পর্দায়। অল্প পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করে আপনিও স্বাবলম্বী হতে পারেন। চলুন দেখে নেওয়া যাক বিজনেস আইডিয়াগুলি।

১. কেক বা বেকারী জাতীয় ব্যবসা (Bakery & Cake Business) : আধুনিক সমাজে জন্মদিন থেকে বিবাহবার্ষিকী, অন্নপ্রাশন কিংবা শুভ কাজের সেলিব্রেশনে কেক কেটে উৎযাপন করা হয়। তাছাড়া বেকারির মধ্যে কুকিজ সহ আরও একাধিক প্রোডাক্ট তৈরী করা যায়। খুব সহজেই অনলাইনে বা অফলাইনে অল্প খরচে কোর্স করে আপনিও বেকারি বা কেকের ব্যবসা শুরু করতে পারেন। শুরুতে গ্রাহক কম থাকলেও যদি প্রোডাক্টের গুণমান ভালো হয় দিন দিন ব্যবসার প্রসার বাড়বে আর ভালো টাকা আয়ও হবে।

Woman Cake and Bakery Business

২. বেবি সিটিং (Baby Sitting) : আজকাল অনেক ক্ষেত্রেই দেখা যায় মা ও বাবা দুজনেই বড় কোম্পানিতে চাকরিরত। সেক্ষেত্রে ছেলেমেয়েদের দেখাশোনার জন্য তারা বাড়িতে বেবি সিটারের খোঁজ করেন। এক্ষেত্রে আপনার কাছে যদি খালি সময় থাকে, আর আপনি বাচ্চা ভালোবাসেন। সেক্ষেত্রে বেবি সিটিং করে মাস গেলে ভালো টাকা উপার্জন করা যেতে পারে।

আরও পড়ুনঃ অল্প পুঁজিতেই প্রচুর লাভ, হেভি ডিমান্ডের এই ৫ ব্যবসা শুরু করলেই সারাজীবন বসে খাবে গোটা পরিবার

Mehendi Artist

৩. মেহেন্দি পড়ানো (Mehendi Artist) : শীতকাল পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের সিজেন। বঙ্গে এই দু থেকে তিন মাস মেহেন্দি আর্টিস্টদের ডিমান্ড ব্যাপকভাবে বাড়বে। আপনি যদি ভালো মেহেন্দি পড়াতে পারেন তাহলে বিয়ে বাড়িতে মেহেন্দির অনুষ্ঠানে মেহেন্দি পরিয়ে ভালো টাকা পাওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ নামমাত্র পুঁজিতে পকেট গরম করা ইনকাম! এই ৫টি ব্যবসা আজ শুরু করলে শীঘ্রই আসবে মুঠোমুঠো টাকা

Cooking Class

৪. খাবারের হোম ডেলিভারি (Home Made Food Business) : বাড়িতে কম বেশি মহিলারাই রান্না করেন। এদিকে আজকাল কাজের সূত্রে অনেকেই বাড়ির থেকে দূরে ভাড়ায় থাকেন। তাঁরা বাইরের খাবার না খেয়ে ঘরোয়া খাবার  খেতে পছন্দ করেন। সেক্ষত্রে আপনি যদি বাড়িতে খাবার দেওয়ার অর্ডার নেন তাহলে বাড়ির রান্নার সাথেই একটু বেশি রান্না করে মাসের শেষে একটা ভালো হাতখরচের টাকা পাওয়া যাবে।

Indian Woman Sewing Business

৫. সেলাইয়ের কাজ (Sewing & Tailoring) : যতদিন যাচ্ছে ফ্যাশন নিয়ে আরও বেশি সচেতন হচ্ছে মানুষ। নারী পুরুষ উভয়েই আজকাল নিজেদের জামাকাপড়ের ফিটিংস থেকে স্টাইল নিয়ে বেশ সৌখিন। এদিকে আজকাল বেশিরভাগ লোকেই অনলাইন অর্ডার করছেন, কিন্তু অনলাইনের জামা পারফেক্ট ফিটিংস না হলে খোঁজ পড়ে টেলারের বা আরও কিছু কারুকার্য করতে হলে লাগে এমব্রয়ডারী। তাই ট্রেনিং নিয়ে এই কাজ শুরু করলে ভালো টাকা আয় যে হবে তা বলাই যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥