বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকেরা জানেন জনপ্রিয়তা যতই থাকে টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) না পেলেই বন্ধের পথে চলে যায় ধারাবাহিক। এই যেমন সদ্য টিআরপি এর অভাবে শেষ হয়ে গেল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। বদলে ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে ‘গীতা LLB’ (Geeta LLB)। যে গল্প গড়ে উঠেছে এক উকিলকে ঘিরে।
নাম শুনে কোর্ট ড্রামা মনে হলেও গীতা LLB আসলে কমেডিতে ভরা একটা কাহিনী। যেখানে নায়িকার চরিত্রে দকেহা যাবে সান বাংলার ‘নয়নতারা’ খ্যাত হিয়া মুখোপাধ্যায়কে। এই গল্পে মহিলা উকিল চরিত্রে দেখা যাবে হিয়াকে। যে কিনা একটা ভালো কেস লড়ে নাম করার আশায় বুক বেঁধে রয়েছে। আর বিপরীতে নায়কের চরিত্রে থাকছেন কুনাল সেন।
যেমনটা জানা যাচ্ছে, হিন্দু ধর্মগ্রন্ধ ‘ভগবৎ গীতা’ এর নামেই গীতা নাম রাখা হয়েছে। পেশায় উকিল বাবাই মেয়ের নাম রেখেছিলেন। বাবার স্বপ্ন ছিল মেয়ে বড় উকিল হবে নামডাক হবে। কিন্তু পরিস্থিতির চাপে তা আর হয়ে ওঠেনি। এই কারণে গীতাকে বারবার হেনস্থার স্বীকার হতে হয় সর্বদা। ছোট বেলায় বস্তিতে বেড়ে উঠেছে সে, তাই বস্তির মানুষেরা তার জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ।
আরও পড়ুনঃ ডিভোর্স অতীত, বিয়ে করে ফুলশয্যা সেরে ফেলল বাবুউউ আর পর্ণা! টিভির আগেই ফাঁস তুলকামাল পর্ব
শুধু তাই নয়, গীতার কাঁধেই রয়েছে গোটা পরিবারের দায়িত্ব। যেটা সে হাসি মুখেই পালন করে। কিন্তু আচমকা গীতার জীবন পাল্টে দেয় একটা কেস। নামকরা এক উকিল যে কেস লড়তে না করে দিয়েছে সেটাই এসে উপস্থিত গীতার কাছে। বাবার স্বপ্ন পূরণ করার জন্য কিছু না জেনেই সেই কেস লড়ার জন্য হ্যাঁ পর্যন্ত বলে দেয় সে। এই কেসই গীতার জীবনের মোর ঘুরিয়ে দেবে। কিভাবে সেটাই এখন দেখার।
আরও পড়ুনঃ নাগিন থেকে সোজা ‘মিস গোবর দেবী’, প্রকাশ্যে সুস্মিতার নতুন মেগা ‘কথা’র প্রথম প্রোমো
আর পাঁচটা সিরিয়ালে যেখানে সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া থেকে স্বামী স্ত্রীর মধ্যেকার টানাপোড়েন দেখা যায় সেখানে গীতা এল এল বি একেবারেই আলাদা। এমন কোর্টরুম ড্রামা বাংলা ধারাবাহিকে আগে খু কমই দেখা গিয়েছে। তাই আশা করা হচ্ছে কমেডির মোড়কে নতুন এই কাহিনী বাঙালি দর্শকদের কাছে বেশ সমাদৃত হবে। অবশ্য এর সত্যতা বোঝা যাবে আসন্ন কিছু সপ্তাহের টিআরপি তালিকা দেখলেই।
প্রসঙ্গত, প্রথম পর্বেই দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে গীতা। নেটপাড়ায় এক দর্শক জানিয়েছেন, ‘ফার্স্ট এপিসোড বেশ ভালোই লাগল। যতটা খারাপ ভেবেছিলাম সেই তুলনায় অনেকটাই ভালো লেগেছে। নিয়মিত দেখা হয়তো হবে না, তবে গল্প আর কাস্টিং মন ছুঁয়ে গিয়েছে’।