৩০ বছরেরও বেশি সময় ধরে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন সালমান খান (Salman Khan)। ভাইজান বলতে অজ্ঞান বহু সিনেপ্রেমী মানুষ। ক্যাটরিনা কাইফ থেকে জ্যাকলিন ফার্নান্দেজ- সালমানের হাত ধরে বলিউডে পা রেখেছেন একাধিক নায়িকা। এবার সেই তালিকায় জুড়তে চলেছে ভাইজানের ভাগ্নির নাম। শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন ভাইজানের দিদির মেয়ে আলিজেহ অগ্নিহোত্রী (Alizeh Agnihotri)।
প্রযোজক আলভিরা খান অগ্নিহোত্রী (Alvira Khan Agnihotri) এবং অভিনেতা অতুল অগ্নিহোত্রীর (Atul Agnihotri) মেয়ে হলেন আলিজেহ। ২০০০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন তিনি। ২৩ বছর বয়স বয়সী আলিজেহ সালমানের নয়নের মণি। ভাগ্নিকে ভীষণ ভালোবাসেন অভিনেতা। অপরদিকে আলজেহও ‘মামু’ বলতে অজ্ঞান।
কয়েকদিন আগেই সালমানের ক্লোদিং ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’র (Being Human) মুখ হিসেবে দেখা গিয়েছিল আলভিরা-কন্যাকে। সম্প্রতি সংস্থাটি মেয়েদের পোশাক লঞ্চ করেছে। সেই ক্যাম্পেনের একটি ছবিতেই সালমানের সঙ্গে দেখা মিলেছিল আলিজেহ এর। ভাইজানকে পিছন দিক ধরে জড়িয়ে ধরেছিল তাঁর ভাগ্নি।
আরও পড়ুনঃ বলি নায়িকাদের থেকেও বেশি সুন্দরী! দ্য গ্রেট খালির মেয়েকে দেখেছেন? রইল ভাইরাল ছবি
বিজ্ঞাপনের পর এবার পুরোদস্তুর কমার্শিয়াল ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন আলিজেহ। ‘ফররে’ ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। আলিজেহ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সাহিল মেহতা, জইন শ, প্রসন্ন বিশ্তের মতো তারকারা। গত ১৮ নভেম্বর মুম্বইয়ে ছবির একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। আগামী ২৪ নভেম্বর রিলিজ করবে এই ছবি।
আরও পড়ুনঃ বাংলা সিনেমা দেখলে কি জাত চলে যায়? সমোলোচনকদের মুখে ঝামা ঘষে গর্জে উঠলেন মিঠুন
জানা গিয়েছে, সিডনির একটি বিদ্যালয়ের প্রেক্ষাপটে ‘ফররে’ ছবিটি তৈরি করা হয়েছে। শিক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমা থ্রিলার ঘরানার। কীভাবে পড়াশোনার চাপে কিশোর-কিশোরীরা নিজেদের জীবন নষ্ট করে ফেলছে সেটাই দেখানো হবে এই ছবিতে। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কীভাবে টুকলির আশ্রয় নিচ্ছেন তারা, সেই কাহিনীই ফুটিয়ে তোলা হবে ‘ফররে’তে।
কয়েকদিন আগেই নিজের আসন্ন ছবির প্রচারে সালমানের শো ‘বিগ বস’এ গিয়েছিলেন আলিজেহ সহ ‘ফররে’ টিমের তারকারা। সেখানে প্রতিযোগীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিতে দেখা যায় তাঁদের। ‘বিগ বস’র সেটে আলিজেহকে দেখে সালমানকে বলতে শোনা যায়, তাঁর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। এবার দেখা যাক, মামার মতো ভাগ্নিও নিজের কেরিয়ারে সফল হয় কিনা।