বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ হলেন স্নেহা চ্যাটার্জি (Sneha Chatterjee)। সিনেমা থেকে সিরিয়াল- সর্বত্র অবাধ বিচরণ তাঁর। এই মুহূর্তে বেঙ্গল টপার ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি সেই অভিনেত্রীই বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছিলেন।
স্নেহার কেরিয়ার শুরু হয়েছিল উপস্থাপনার মাধ্যমে। এরপর অভিনেত্রী যখন সিরিয়ালে (Bengali Serial) কাজের চেষ্টা করেন, তখন তাঁর বাড়ি থেকে আপত্তি করা হয়। তবে সবাইকে রাজি করিয়ে ‘ভ্যাবাচ্যাকা’র হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন স্নেহা। নিজের সুদীর্ঘ কেরিয়ারে একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘সাত পাকে বাঁধা’, ‘এখানে আকাশ নীল’, ‘বিকেলে ভোরের ফুল’, ‘নকশি কাঁথা’, ‘জল নূপুর’, ‘কুসুম দোলা’ সহ একাধিক হিট মেগা রয়েছে তাঁর অভিনেত্রীর ঝুলিতে।
মুখ্য চরিত্রে তেমন দেখা না গেলেও পার্শ্বচরিত্রে অভিনয় করেই সবার মন জিতে নিয়েছেন স্নেহা। তবে পর্দার বিপাশা (Bipasha) যে শুধুমাত্র সিরিয়ালেই অভিনয় করেছেন এমনটা কিন্তু নয়। ‘শুধু তোমারই জন্য’, ‘বিসমিল্লাহ’, ‘ধর্ম যুদ্ধ’র মতো ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটানোর পর স্বজনপোষণ নিয়ে সম্প্রতি মুখ খোলেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ বধূবরণের পরেও নীলের থেকে চিরতরে মুখ ফেরালো মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র টানটান উত্তেজনার পর্ব
স্নেহা এমন একজন তারকা যিনি ঠোঁটকাটা হিসেবে বেশ জনপ্রিয়। স্পষ্ট কথা মুখের ওপর বলতে ভয় পান না তিনি। স্বজনপোষণ নীতি নিয়ে বলার সময়ও এর ব্যতিক্রম হয়নি। ‘কার কাছে কই মনের কথা’ অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আসার পর আমি শুনেছিলাম এখানে ফেভারিটিজম থাকে এবং সেটা দেখেওছিলাম। অনেকে হয়তো এটাকে অন্যায় বলে ধরে নেবেন, তবে আমার মনে হয় না এতে অন্যায়ের কিছু আছে’।
আরও পড়ুনঃ থাইল্যান্ড থেকে ফিরেই সুখবর! দিওয়ালির আগেই নতুন সদস্য পরিবারে, নিজেই জানালেন শ্রাবন্তী
স্নেহার সংযোজন, ‘প্রত্যেকটি হাউস এক-একটা করে আর্টিস্ট ব্যাঙ্কিং নিয়ে কাজ করে। অন্য হাউসের সঙ্গে আর্টিস্টের ডেট শেয়ার করতে অনেক সমস্যা হয় এবং অনেক সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এই সমস্যা যাতে এড়িয়ে যাওয়া যায় তাই প্রত্যেক হাউস নিজের মতো করে আর্টিস্ট ব্যাঙ্কিং করে রাখে। তাই কিছুটা স্বজনপোষণ চলেই আসে। তবে আমি বিষয়টাকে নেতিবাচকভাবে দেখি না’।