• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর নয় দীপা-জগদ্ধাত্রী! দর্শকদের মন জিতে বাংলার সেরা হল কে? চমকে দিচ্ছে এসপ্তাহের TRP তালিকা

বর্তমানে বিশ্বকাপ সিজেন চললেও বাড়ির মা কাকিমাদের কিন্তু সন্ধ্যে মানেই জি বাংলা (Zee Bangla) কিংবা ষ্টার জলসা (Star Jalsha)। সিরিয়ালপ্রেমীদের সকলেই বৃহস্পতিবার দিনটার জন্য অপেক্ষায় থাকেন। কারণ এই দিনেই যে সাপ্তাহিক টিআরপি তালিকা (TRP List) প্রকাশ্যে আসে। এই টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা দেখেই ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ধারিত হয়। ইতিমধ্যেই নতুন TRP প্রকাশ্যে এসেছে।

গত সপ্তাহেই চিরাচরিত প্রথা ভেঙে সেরার স্থান থেকে ধসে পড়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। প্রথম থেকে সোজা পাঁচে চলে গিয়েছিল সূর্য-দীপার কাহিনী। বদলে সেরা হয়েছিল জগদ্ধাত্রী (Jagaddhatri), এবার আর সেও নেই। অত্যাচারী বরকে শায়েস্তা করে এবারে সেরার সেরা ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এমনকি দ্বিতীয় স্থানও ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)‘ফুলকি’ (Phulki) এর দখলে। তাহলে কোথায় জ্যাস দীপা?

   

Zee Bangla Kar Kache Koi Moner Kotha Madhubala will protect Shimul from her sons

৯ই নভেম্বরের বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় জগদ্ধাত্রী ৭.৩ পয়েন্ট সহ তৃতীয় স্থানে রয়েছে। এর ঠিক পরেই ৭.২ পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। গতবারের তুলনায় এক ধাপ এগিয়ে এসেছে দীপা। আর পঞ্চম স্থানে রয়েছে শ্রাবণ-ওমের কাহিনী ‘Love বিয়ে আজকাল’। চলুন এবার সেরা দশের তালিকা দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ চরম অর্থকষ্টে কেটেছে ছোটবেলা, ‘পনির কাকে বলে জানতাম না’! সাক্ষাৎকারে অকপট ঊষা উত্থুপ

Target Rating Point list of Bengali Serial Jagaddahtri first Anurager Chhowa Second see complete TRP List.

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

কার কাছে কই মনের কথা – ৭.৭ (প্রথম)
নিম ফুলের মধু, ফুলকি – ৭.৬ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী – ৭.৩ (তৃতীয়)
অনুরাগের ছোঁয়া – ৭.২
Love বিয়ে আজকাল – ৬.৪

আরও পড়ুনঃ সত্যি ফাঁস হতেই নতুন চাল, নীলের সন্তানের মা হবে ময়ূরী! ফাঁস হয়ে গেল ‘ইচ্ছে পুতুল’র তোলপাড় করা পর্ব

হরগৌরী পাইস হোটেল, সন্ধ্যাতারা – ৬.৩
ইচ্ছে পুতুল, জল থই থই ভালোবাসা – ৬.২
তুঁতে – ৬.০
তোমাদের রানী, বাংলা মিডিয়াম – ৫.৭
মিলি – ৫.১

তুমি আশেপাশে থাকলে – ৭.১ (ওপেনিং)

তালিকা দেখেই বোঝা যাচ্ছে নতুন ধারাবাহিকের জেরে চাপে পড়তে শুরু করেছে পুরোনোরা। আশা করা হচ্ছে ‘তুমি আসে পাশে থাকলে’ সিরিয়ালটি বেশ ভালোই পারফর্ম করবে। অন্যদিকে ইতিমধ্যেই বেশ কিছু সিরিয়াল শেষ ও শুরু হওয়ার ঘোষণা হয়ে গিয়েছে। ১৯শে নভেম্বর শেষ হচ্ছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, যা এসপ্তাহে ৪.৯ পয়েন্ট পেয়েছে। বদলে শুরু হচ্ছে ‘গীতা LLB’

site