• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগেও কাঁপিয়েছেন ছোটপর্দা, রইল ষ্টার জলসার ‘গীতা LLB’ অভিনেত্রীর আসল পরিচয়

Published on:

Everything You Need to Know about Geeta LLB Actress Hiya Mukherjee Wiki Bio

ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় আগামী ২০ই নভেম্বর থেকে সম্প্রচারিত হবে নতুন মেগা ‘গীতা LLB’ (Geeta LLB)। ইতিমধ্যেই টেলিকাস্টের টাইম প্রকাশ্যে এসেছে, সন্ধ্যে ৬টা দেখে থেকে যাবে এই ধারাবাহিক। যেখানে ওকালতির সাথে কমেডি মিক্স করে এক নতুন গল্প উপহার পাবেন দর্শকেরা। সিরিয়ালে (Bengali Serial) গীতার চরিত্রে থাকছেন অভিনেত্রী হিয়া মুখার্জী (Hiya Mukherjee)

অনেকেই হয়তো জানেন না অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। সান বাংলার নয়ন তার সিরিয়ালের মধ্যে দিয়ে নিজের জার্নি শুরু করেছিলেন হিয়া। ওয়েব সিরিজেও কাজ করেছেন। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘প্র্যাঙ্কেনস্টাইন’ এ দেখা গিয়েছিল গীতা LLB নায়িকাকে।

Hiya Mukherjee as Geeta in Geeta LL.B

বর্তমানে ২০ বছর বয়সী হিয়া মুখার্জী কলকাতার বাসিন্দা। ১১ই মে ২০০৩ হল অভিনেত্রীর জন্মদিন। অভিনয়ের পাশাপাশি গান শুনতে আর খেতে ভীষণ ভালোবাসেন হিয়া। প্রথম ধারাবাহিক ‘নয়ন তারা’ এর জেরে জনপ্রিয়তা পেয়ে এবার ষ্টার জলসার পর্দায় কামব্যাক করছেন তিনি।

আরও পড়ুনঃ সত্যি ফাঁস হতেই নতুন চাল, নীলের সন্তানের মা হবে ময়ূরী! ফাঁস হয়ে গেল ‘ইচ্ছে পুতুল’র তোলপাড় করা পর্ব

Geeta LLB Actress Hiya Mukherjee

আরও পড়ুনঃ চরম অর্থকষ্টে কেটেছে ছোটবেলা, ‘পনির কাকে বলে জানতাম না’! সাক্ষাৎকারে অকপট ঊষা উত্থুপ

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এর বদলে সন্ধ্যের সময় আসতে চলেছে গীতা এলএলবি। কুটকাচালিহীন এমন একটা সুন্দর সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় দর্শকদের মন খারাপ হয়ে গিয়েছিল। তবে নতুন ধারাবাহিকের প্রোমো দেখে সেই মন খারাপ কিছুটা কমেছে। কেন? চলুন জেনে নেওয়া যাক।

প্রথম যে প্রোমো প্রকাশ্যে আসে সেখানে দেখা যায়, উকিল হলেও বাড়ির সমস্ত দায়িত্ব গীতাকেই পালন করতে হয়। কিন্তু সবার সব কাজ সামলে স্কুটির কাছে যেতেই দেখে ফুস! স্কুটির হাওয়া নেই। ভালো একটা কেসের অপেক্ষায় থাকা গীতার কাছে একটা কেস যদিও আসে সেটা ছাগল চুরির, যা শুনেই খচে লাল গীতা।

এরপর দ্বিতীয় একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বাজার থেকে ফেরার পথে এক মেয়ে তার কাছে এসে করতে পৌঁছে দেওয়ার দাবি জানায়। তখনই কেস লড়ার জন্য তৈরী গীতা তাকে নিয়ে কোর্টে নিয়ে হাজির হয়। এবার অপেক্ষা সিরিয়াল শুরু হওয়ার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥