বাঙালির বিনোদনের সাথে বাংলা সিরিয়ালের (Bengali Serial) সম্পর্কটা অবিচ্ছেদ্য বললে হয়তো ভুল বলা হয় না। কিন্তু ধারাবাহিকের বিরুদ্ধে বারেবারে অভিযোগ উঠেছে কূটকচালি, পরকীয়া দেখানো নিয়ে। এই অভিযোগ অনেকটাই মিটিয়ে দিয়েছিল ষ্টার জলসার (Star Jalsha) ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj) সিরিয়াল।
অথচ এসব নাকি দর্শক দেখতে পছন্দ করেন না, তাই টার্গেট রেটিং পয়েন্টও (Target Rating Point) আসে না। তাই কয়েক মাসেই বন্ধ হয়ে যায় সিরিয়ালগুলো। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এর ক্ষেত্রেও কি তাই হল? গল্পে কমলা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী ও মানিক চরিত্রে সুকৃত সাহা। প্রথম দিন থেকেই দুজনের দুর্দান্ত অভিনয় আর গল্প বেশ মনে ধরেছিল দর্শকদের। সাংসারিক কিছু সমস্যা দেখানো হয়েছে ঠিকই তবে সেই অর্থে কূটকচালি মেশেনি।
তাছাড়া শুধু সাংসারিক কাহিনী নয়, দুই বন্ধুর মিষ্টি প্রেম থেকে স্বামী-স্ত্রীর সম্পর্ক সাথে স্বাধীনতার জন্য স্বদেশী আন্দোলন। সব মিলিয়ে পিরিয়ড ড্রামা হলেও বেশ ভালো ফল করছিল ধারাবাহিকটি। কিন্তু একই সময়ে বিপক্ষ চ্যানেল জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ শুরু হওয়ার পর থেকেই জব্বর টেক্কা দিচ্ছে। টিআরপিও পড়ছে হু হু করে। তাই এবার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সত্যিই দশমীতে শিমুলকে বিষ দিল পরাগ! তবে কি সব শেষ? টিভির আগে ফাঁস তোলপাড় করা পর্ব
প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের তরফে জানা গিয়েছে, টেনে হিঁচড়ে গল্প বড় করার থেকে শেষ করে দেওয়াই ভালো। তবে শেষের আগে আবারও লিপ নেবে গল্প। এই প্রসঙ্গে পর্দার মানিক এর সাক্ষাৎকারে কথা হয় হিন্দুস্থান টাইমসের। সেখানে অভিনেতা জানান, ‘এই মুহূর্তে কিছু বলতে পারব না। সিরিয়াল বন্ধের জল্পনা-কল্পনা তো প্রথমদিন থেকেই শুনে আসছি’। এরপর কমলা অর্থাৎ অয়ন্যার সাথে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ শ্রাবণের জীবনে নতুন বিপদ! ‘লাভ বিয়ে আজকাল’এ ফিরল এক্স প্রেমিক, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব
অন্যদিকে আনন্দবাজারের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রী গীতশ্রী রায়ের সাথেও। বর্তমানে অভিনেত্রী ছুটির মেজাজে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে সেই ছবি বেশ স্পষ্ট। সিরিয়াল শেষ হওয়া প্রসঙ্গে গীতশ্রী জানান, ‘ গল্পটা শুরুর থেকেই আলাদা ছিল, কোনো সাংসারিক ঝামেলা ছাড়া। সকলেই বলেছে ভালো সিরিয়াল, আমিও এমন চরিত্রে প্রথমবার অভিনয় করলাম। কিন্তু টিআরপি উঠল না, এদিকে ব্যবসাটাও তো একটা ব্যাপার’।
এরপর সিরিয়ালের শেষ হওয়ার সম্ভাব্য তারিখ বা শেষ শুটিং সম্পর্কে জানতে চাওয়া হয়। উত্তরে অভিনেত্রী জানান, সম্ভবত ১১ই নভেম্বর শেষ শুটিং হবে। এরপরেই শেষ সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করা হবে। তবে কমলা ও শ্রীমান পৃথ্বিরাজ শেষ হওয়ার খবরে দর্শকদের অনেকেরই মন খারাপ।