সবেমাত্র কেটেছে পুজো, এখনও কেমন ছুটি ছুটি আমেজ রয়ে গিয়েছে। তার মধ্যে দেখতে দেখতে ঠান্ডাও পড়তে শুরু করেছে। আর শীতকাল মানেই বাঙালির পিকনিক থেকে ঘুরতে যাওয়ার (Travel) প্ল্যানিং শুরু হয়ে যায়। কিন্তু আজকাল যে অবস্থা তাতে একটু শান্তি নিরিবিলি জায়গার খোঁজ পাওয়া মুশকিল। তবে চিন্তা নেই মুশকিল আসনে হাজির বংট্রেন্ড। আজ আপনাদের জন্য রইল উত্তরবঙ্গের (North Bengal) বুকে এক দুর্দান্ত সুন্দর অফবিট ডেস্টিনেশনের (Offbeat Travel Destination) হদিশ।
এমনিতে উত্তরবঙ্গ চির সুন্দরী, সুন্দর পাহাড়, মনোরম আবহাওয়া আর তার সাথে গ্রাম্য পরিবেশ। সব মিলিয়ে শীত,গ্রীষ্ম বর্ষা সর্বদাই পাহাড় ঘুরতে যাওয়ার জন্য টানে। তবে উত্তরবঙ্গ বলতেই সবার আগে মাথায় আসে দার্জিলিং, কালিম্পং, সিকিম, কার্শিয়াং এই সমস্ত জায়গার কথা। কিন্তু আজ আপনাদের চেনা নয় বরং কিছু অচেনা আর কিছুটা নিরিবিলি অথচ সুন্দর জায়গার সম্পর্কে জানাবো।
আজ যে জায়গার খোঁজ দেব সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫০০ ফুট উঁচুতে। ভাবছেন কোথায় সেই জায়গা? উত্তর হল উত্তরবঙ্গের ‘মহানন্দা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি’ অঞ্চলের লাটপাঞ্চার। লেপচা ভাষা অনুযায়ী ‘লাট’ মানে বেত আর ‘পাঞ্চার’ শব্দের অর্থ জঙ্গল, আর নামের সাথে একদম মিল রেখে বেতের বন লাটপাঞ্চার। উত্তরবঙ্গের বাকি জায়গার তুলনায় এখানে অনেক কম মানুষই আসে, তাই এর সৌন্দর্য আরও বেশি ভালো করে উপভোগ করা যায়।
আরও পড়ুনঃ ভুলে যাবেন দার্জিলিং! এই দুই অফবিট পাহাড়ি গ্রামে একবার গেলেই চাঙ্গা হয়ে যাবে মনপ্রাণ
লাটপাঞ্চারে যেমন পাহাড়ি ঝর্ণা রয়েছে, তেমনি রয়েছে জঙ্গল। আর জঙ্গলের রয়েছে নানান ফুল ও অচেনা পাখিরা, যারা আপনার ভ্রমণ অভিজ্ঞতা আরও বেশি সুমধুর করে তুলবে তা একেবারে গ্যারেন্টি দিয়ে বলা যায়। জানলে অবাক হবেন এখানে প্রায় ২৪০ প্রজাতির দেশি-বিদেশী পাখি পাওয়া যায়। এছাড়াও ৩৬ ধরণের বন্যা প্রাণীর ঘর এই লাটপাঞ্চার। যার মধ্যে উল্লেখযোগ্য – রুফাস নেকড্ হর্নবিল, হিমালয়ের কালো ভল্লুক, ম্যাগপাই, লম্বা লেজের ব্রডবিল, স্কারলেট মিনিভেট থেকে চিতাবাঘ।
আরও পড়ুনঃ চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘা! দীঘার বাজেটে ঘুরে আসুন কলকাতার কাছের এই পাহাড়ি গ্রাম থেকে
জায়গার হদিশ তো পেয়ে গেলেন, এবার প্রশ্ন হল যাবেন কিভাবে? উত্তর জল উত্তরবঙ্গের যেকোনো ট্রেনে চেপে আপনাকে প্রথমে আসতে হবে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং থেকে কালিঝোরা হয়ে বাঁদিকে ঘুরে ১৩ কিলোমিটার পথ পেরোলেই আপনি পৌঁছে যাবেন লাটপাঞ্চার।
স্টেশন থেকে গাড়ি ভাড়া বাবদ ৩০০০ টাকা মত খরচ হবে। এছাড়া থাকা খাওয়ার জন্য লাটপাঞ্চারে একাধিক হোমস্টে ও হোটেল রয়েছে। সেখানেই থেকে এই সুন্দর জায়গার পরিবেশ উপভোগ করতে পারবেন।