• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুলে যাবেন দার্জিলিং! এই দুই অফবিট পাহাড়ি গ্রামে একবার গেলেই চাঙ্গা হয়ে যাবে মনপ্রাণ

আবহাওয়া জানান দিচ্ছে, শীত আসন্ন। ভ্যাপসা গরম, প্রবল বৃষ্টি শেষে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। নভেম্বরের এই হালকা শীতের আমেজে ঘুরতে (Travel) যাওয়ার মজাই আলাদা। আর যদি ডেস্টিনেশন (Travel Destination) হয় পাহাড় তাহলে তো ছেড়েই দিন! আপনিও যদি এই হালকা শীতের আমেজে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন।

আজকের প্রতিবেদনে উত্তরবঙ্গের (North Bengal) দু’টি অফবিট পাহাড়ি গ্রামের খোঁজ নিয়ে এসেছি আমরা। যেহেতু অফবিট সেই জন্য ভ্রমণপিপাসু বহু মানুষ এখনও এই দুই গ্রামের বিষয়ে তেমন জানেন না। তবে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য হৃদয়হরণ করে নেওয়ার জন্য যথেষ্ট। এই দুই অফবিট গ্রামের নাম হল রামধুরা (Ramdhura) এবং ঝান্ডি (Jhandi)

   

Ramdhura, Offbeat travel destination in North Bengal

প্রায় ৫০০০ ফুট উঁচুতে অবস্থিত একটি ছোট্ট মনোরম গ্রাম (Offbeat Viiage) হল রামধুরা। শোনা যায়, শ্রীরামের নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছিল। আর ‘ধুরা’ শব্দের অর্থ হল গ্রাম। এই গ্রাম থেকে প্রচুর ট্রেকিং রুট আছে। চারিদিকে কুয়াশা, সেই পরিবেশে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। এছাড়া রামধুরা থেকে খুব কাছে অবস্থিত জলসা ভিউ পয়েন্ট। ইচ্ছা হলে সেখান থেকে ঘুরে আসতে পারেন।

আরও পড়ুনঃ কলকাতায় প্রিয়জনের সাথে সময় কাটাতে চান? রইল প্রেম করার মতো ৫টি দুর্দান্ত জায়গার হদিশ

সব মিলিয়ে শহুরে কোলাহল থেকে দূরে কয়েকটা দিন নিরিবিলি পাহাড়ি গ্রামে কাটাতে চাইলে আপনি চলে যেতেই পারেন রামধুরা। এখানে থাকাখাওয়ার কোনও অসুবিধা নেই। এনজেপি থেকে প্রায় ৮৬ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামে একাধিক হোমস্টে রয়েছে। নিজের বাজেট অনুযায়ী যে কোনও একটা বেছে নিয়ে সেখানে থাকতে পারবেন আপনি।

আরও পড়ুনঃ একঘেয়ে দীঘা-পুরীকে টাটা! হালকা শীতে ঘুরে আসন কলকাতার কাছেই ‘মিনি সুইজারল্যান্ড’ থেকে

Jhandi, Offbeat travel destination in North Bengal

এরপর আসা যাক ঝান্ডির কথায়। ডুয়ার্সের কোলে একটি ছোট্ট অফবিট গ্রাম হল ঝান্ডি। সমতল শেষ হয়ে এখান থেকে শুরু হচ্ছে উৎরাই। এই সময় গেলে এই গ্রামে বসেই আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ।

Jhandi, Offbeat travel destination in North Bengal

অফবিট পাহাড়ি গ্রামের কথা শুনলে আমাদের মাথায় যে ছবি আসে, ঝান্ডি তেমনই সাজানো একটি গ্রাম। সিনারির মতো সুন্দর এই স্থানে ঘুরতে গেলে চাঙ্গা হয়ে যাবে আপনার শরীর-মন। পাশাপাশি এখানে থাকার কোনও অসুবিধা নেই। রামধুরার মতোই ঝান্ডিতেও রয়েছে একাধিক হোমস্টে। নিজের পছন্দ অনুযায়ী যে কোনও একটি বেছে নিয়ে সেখানেই থাকতে পারবেন আপনি।

site