সাংসারিক কুটকচালি এবং পরকীয়া থেকে বেরিয়ে একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি হয়েছে জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকটি। গোয়েন্দাভিত্তিক এই কাহিনীর নায়িকা জগদ্ধাত্রী যেমন নিপুণভাবে সংসার সামলায়, তেমনই কড়া হাতে দুষ্কৃতী দমনও করে। সেই কারণে ঘর এবং বাইরে দুই জায়গাতেই অজস্র শত্রু রয়েছে তার।
জি বাংলার এই ধারাবাহিকে জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অপরদিকে নায়ক স্বয়ম্ভূর (Swayambhu) চরিত্রে দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে (Soumyadeep Mukherjee)। রোম্যান্স থেকে শুরু করে অ্যাকশন- বিনোদনের সব উপাদানই রয়েছে এই সিরিয়ালে। এবার সেই ‘জগদ্ধাত্রী’তেই আসছে মহাধামাকা পর্ব।
‘জগদ্ধাত্রী’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছে স্বয়ম্ভূর বাবা হল রাজনাথ মুখার্জি। আর তারপর থেকেই তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে বৈদেহী, উৎসব এবং মেহেন্দি। মুখার্জি পরিবারের সম্পত্তির কানাকড়িও যাতে স্বয়ম্ভূ না পায় সেটাই চায় তারা।
আরও পড়ুনঃ মোটেই মানাচ্ছে না! বিদেশে শাড়ি ছেড়ে বরের সাথে ড্রাকুলা সাজতেই রুশাকে কটাক্ষ নেটিজেনদের
সেই কারণে স্বয়ম্ভূ এবং জগদ্ধাত্রীকে নিজেদের রাস্তা থেকে হটাতে একের পর এক পরিকল্পনা করে চলেছে তারা। ইতিমধ্যেই একবার স্বয়ম্ভূকে খুন করার চেষ্টা করেছিল উৎসব। তবে সেবার স্বামীর প্রাণ রক্ষা করে জগদ্ধাত্রী। পাশাপাশি জগদ্ধাত্রীও এখন দেবুদা, টিটো সহ কয়েকজন অপরাধীকে জেলে ঢোকানোর জন্য তথ্যপ্রমাণ জোগাড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জগদ্ধাত্রীর হাত থেকে বাঁচার জন্য তাকে এবার প্রাণে মারার পরিকল্পনা করে দেবুদা। তার নির্দেশেই মেনন জ্যাসকে মারার ষড়যন্ত্র করতে শুরু করে। তারা ঠিক করেছে এবার দু’দিক থেকে জগদ্ধাত্রীর ওপর হামলা করা হবে। জ্যাস যাতে কোনোভাবেই পালিয়ে না বাঁচতে পারে তা সুনিশ্চিত করতে চায় তারা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মামলার তদন্ত করতে জগদ্ধাত্রী হাসপাতালে গেলে তাকে মেননের গুন্ডারা ঘিরে ধরে। তাদের হাত থেকে বাঁচার জন্য নিজের সবটুকু দিয়ে লড়াই করে জ্যাস। কিন্তু তখনই পিছন থেকে হামলা করে সান্যালের ভাড়া করা গুন্ডারা। এসবের মাঝেই জগদ্ধাত্রীকে লক্ষ্য করে গুলি করে মেনন। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় স্বয়ম্ভূ। দ্রুত জ্যাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সে। স্বয়ম্ভূ কি পারবে জ্যাসকে বাঁচাতে? উত্তর মিলবে আগামী পর্বে।