• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখতে এক হলেও আছে ৩টি পার্থক্য, ১৫ সেকেন্ডে খুঁজতে পারলে আপনি সত্যিই জিনিয়াস

সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) দেখেননি এমন মানুষ এখন সত্যিই খুঁজে পাওয়া দায়। ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই নানান রকম মজার মজার চোখের ধাঁধা ভাইরাল হতে দেখা যায়। এগুলিকে অবশ্য ‘চোখের প্রতারণা’ বললেও খুব একটা ভুল হয় না। কারণ এগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে সামনে থাকা জিনিসও সহজে চোখে পড়ে না।

মোবাইল হাতে একটু বসলেই নিত্যনতুন অপটিক্যাল ইলিউশন চোখে পড়ে। এমন অনেক মানুষ আছেন যারা এগুলি নিয়মিত সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁরা এটিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। আজ আপনার জন্য এমনই একটি চোখের ধাঁধা নিয়ে এসেছি আমরা।

   

Optical illusion, Optical illusion can you find 3 differences in the doctor child picture

আজকের প্রতিবেদনের অপটিক্যাল ইলিউশনটি দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক ভাইরাল (Viral) হয়েছিল। সেই ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের মধ্যে হাসিমুখে বসে আছেন একজন চিকিৎসক (Doctor) এবং একটি শিশু (Child)। খুদে বাচ্চাটি আবার হাত পেতে চিকিৎসকটির থেকে কিছু চাইছে।

আরও পড়ুনঃ ৯৯% লোকে ব্যর্থ হয়! জঙ্গলের ছবিতে কতগুলি মানুষের মুখ আছে? বলতে পারলেই আপনি জিনিয়াস

পাশাপাশি এই ছবি দেখলে আপাতদৃষ্টিতে এক বলে মনে হতে পারে। তবে আসলে এই দুই ছবির মধ্যে রয়েছে ৩টি পার্থক্য (Difference)। ঘড়ি ধরে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে সেই পার্থক্যগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ। তাহলেই আপনি পেয়ে যাবেন ‘জিনিয়াস’ তকমা।

আরও পড়ুনঃ ১০০ জেনে পারে মাত্র ১ জন! ১০ সেকেন্ডে ছবিতে লুকোনো প্রজাপতি খুঁজতে পারলে ধন্য আপনার নজর

Optical illusion can you find 3 difference in two pictures within 15 seconds

দাবি করা হয়েছে, ভাইরাল এই ধাঁধা সমাধান করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে অনেকের। হাতেগোনা কয়েকজন মানুষ ছাড়া শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে প্রত্যেকে। আপনি একবার চেষ্টা করে দেখুন তো ১৫ সেকেন্ডের দুই ছবির মধ্যে ৩টি পার্থক্য খুঁজে পান কিনা।

আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে দুই ছবির মধ্যেকার সবকটি পার্থক্য খুঁজে পেয়ে যান তাহলে মানতেই হবে আপনার দৃষ্টিশক্তি একেবারে বাজপাখির মতো প্রখর। তবে না পেলেও হতাশ হবেন না। কারণ আমরা বলে দিচ্ছি দু’টি ছবির মধ্যে কী কী পার্থক্য আছে। চিকিৎসকের চশমার ফ্রেম, শিশুটির টি-শার্টের স্ট্রাইপ এবং পিছনে ঝুলতে থাকা নীল রঙা নোটিশটি ভালো করে দেখুন। তাহলেই বুঝে যাবেন দু’টি ছবি একে অপরের থেকে কোথায় আলাদা।

site