আজকের দিনটার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন বাঙালি দর্শকেরা। হ্যাঁ ঠিকই ধরেছেন আজ বাংলা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) প্রকাশ্যে আসার দিন। ষ্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে এই TRP লিস্টের ওপরেই। রেজাল্টে নাম্বার কমলেই বাতিলের খাতায় চলে যায় একাধিক জনপ্রিয় মেগা।
টিআরপি ধরে রাখতে পারলেই বছরের পর বছর চলবে সিরিয়াল, নাহলে বন্ধ হতে ছয় মাসও লাগে না। তবে এদিক থেকে সেফজোনেই রয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। বলতে গেলে গোটা বছরটাই সেরার সেরা হয়ে রয়েছে সূর্য-দীপার কাহিনী। আর এবারেও তার অন্যথা হল না, ৮.৩ পয়েন্ট সহ আবারও বেঙ্গল টপার হল অনুরাগের ছোঁয়া।
অবশ্য কম যাচ্ছে না ফুলকি (Phulki) থেকে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। ৭.৬ পয়েন্ট সহ দুজনেই একসাথে রয়েছে দ্বিতীয় স্থানে। এদিকে অন্যবারের তুলনায় কিছুটা নম্বর কমে ৭.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। চতুর্থ স্থানে রয়েছে শিমুলের কাহিনী, কার কাছে কই মনের কথা। আর পঞ্চম স্থানে রয়েছে অপরাজিতা আঢ্যর জল থই থই ভালোবাসা। চলুন এবার সেরা ১০ এর তালিকা দেখা নেওয়া যাক নম্বর সমেত।
আরও পড়ুনঃ আমি থেকে আমরা! ম্যাচিং পোশাকে একসাথে, কেমন কাটল কাঞ্চন শ্রীময়ীর চতুর্থী?
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
অনুরাগের ছোঁয়া – ৮.৩ প্রথম
নিম ফুলের মধু, ফুলকি – ৭.৬ দ্বিতীয়
জগদ্ধাত্রী – ৭.৫ তৃতীয়
কার কাছে কই মনের কথা – ৬.৯
জল থই থই ভালোবাসা – ৬.৫
আরও পড়ুনঃ ‘তুমি আশেপাশে থাকলে’র নায়িকা আসলে কে? সুন্দরী অভিনেত্রীর আসল পরিচয় চমকে দেবে
Love বিয়ে আজকাল, রাঙা বৌ, তুঁতে – ৬.৪
সন্ধ্যাতারা, হরগৌরী পাইস হোটেল – ৬.২
তোমাদের রানী – ৫.৫
ইচ্ছে পুতুল – ৫.৪
বাংলা মিডিয়াম – ৫.৩
বিগত কয়েক সপ্তাহে একাধিক পুরোনো সিরিয়ালের সময় যেমন বদলেছে তেমনি কিছু সিরিয়াল শেষ হয়েছে বা হবে। এমতাবস্তায় নতুন সিরিয়ালেরাও নিজেদের জায়গা পাকা করতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে টিআরপি ও গল্প ভালো হলেও বদলে গিয়েছে ইচ্ছে পুতুল এর সম্প্রচারের সময়, এই নিয়ে বেশ ক্ষুদ্ধ দর্শকেরা।
ধারাবাহিক ছাড়াও রিয়্যালিটি শো দেখতেও বেশ ভালোবাসেন বাঙালি দর্শকেরা। তার ওপর কিছুদিন হল শুরু হয়েছে দাদাগিরি। সৌরভের অনবদ্য সঞ্চালনা সাথে জমজমাট আড্ডা দেখার জন্য রীতিমত মুকিয়ে থাকেন সকলেই। সদ্য প্রকাশিত তালিকায় ৬.১ পেয়েছে জি বাংলার দাদাগিরি।