বাংলা সিনেমা জগতের একজন কিংবদন্তি অভিনেতা হলেন ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee)। অস্কারজয়ী ভিক্টর ব্যানার্জির কাজের গণ্ডি বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও এনে দিয়েছিল বিরাট সম্মান। বাঙালির কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) সিনেমা ছাড়াও ভিক্টর ব্যানার্জি অভিনয় করেছেন মৃণাল সেন,শ্যাম বেনেগালের মতো একাধিক প্রতিভাবান পরিচালকদের সাথে।
বাংলার বাইরে একাধিক বিদেশী পরিচালকদের সাথেও কাজের অভিজ্ঞতা রয়েছে ভিক্টর ব্যানার্জির। জেমস আইভরি, ডেভিড লিন, রোনাল্ড নেমি, জেরি লন্ডন, রোমান পোল্যান্সকির মত বিদেশি পরিচালকদের সাথে কাজ করেছেন তিনি। ভিক্টর ব্যানার্জি অভিনীত একটি বিদেশি সিনেমা অস্কারও এনে দিয়েছিল তাঁর ঝুলিতে। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ঘরে বাইরের জন্য সেরা সহ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
নিজের অভিনয় দিয়ে সাবলীল অভিনয় গুনে তিনি বারবার মন জয় করে নিয়েছেন দর্শকদের। তার অভিনয় শুধু বাংলা সিনেমা জগতকেই নয় সমৃদ্ধ করেছে গোটা আন্তর্জাতিক সিনেমা জগৎকেও। তাঁর বলিষ্ঠ অভিনয় বারবার প্রমাণ করেছে তিনি যুগের থেকে অনেকটাই এগিয়ে। তবে বাঙালির চোখে তাঁর ‘লাঠি’ সিনেমাটির অভিনয় আজও লেগে রয়েছে। একটা সময় চুটিয়ে বাংলা সিনেমায় অভিনয় করলেও বিগত কয়েক বছর ধরে দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন ভিক্টর ব্যানার্জি।
আরও পড়ুনঃ মিশকাকে জেলে পাঠিয়ে ভালোবাসায় মাতলো সূর্য-দীপা! টিভির আগেই ফাঁস আজকের ফাটাফাটি পর্ব
ছোট পর্দা থেকে বড় পর্দা কোথাও দেখা যায়নি তাঁকে। সত্যজিৎ রায়ের ঘরে সিনেমার হাত ধরে অভিনয় জগতে হাতে খড়ি হলেও একসময় এই সত্যজিৎ রায়ের সিনেমাতেই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর ব্যক্তিত্বের এমনই ধার যে সত্যজিৎ রায় কিংবা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত কিংবদন্তিদের সিদ্ধান্ত কিংবা অভিনয় নিয়ে সমালোচনা করতে পারেন তিনি।
আরও পড়ুনঃ আমি থেকে আমরা! ম্যাচিং পোশাকে একসাথে, কেমন কাটল কাঞ্চন শ্রীময়ীর চতুর্থী?
একসময় সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন বাংলার তথা গোটা দেশের অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু সেই বিশ্ববরেণ্য পরিচালকের দেওয়া সিনেমার প্রস্তাবই মুখের ওপরে ফিরিয়ে দিয়েছিলেন ভিক্টর ব্যানার্জি। জানা যায় ‘গণশত্রু’তে অভিনয় করার জন্য ভিক্টর ব্যানার্জিকে অফার দিয়েছিলেন সত্যজিৎ রায়। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন ভিক্টর।
তারপর যদিও সত্যজিৎ রায়ের আর কোন সিনেমায় অভিনয় করার ডাক পাননি তিনি। যদিও তার জন্য কোন আফসোস নেই অভিনেতার। ‘রক্তবীজ’ সিনেমার হাত ধরে বাংলা সিনেমায় আরো একবার দেখা যাবে ভিক্টর ব্যানার্জিকে। শিবপ্রসাদ নন্দিতা জুটির পুজো স্পেশাল এই সিনেমায় দেশের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও শুটিং করা ছাড়া আর কখনোই তিনি নিজের সিনেমা দেখেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন ‘আমি কারো ছবি দেখি না, নিজের অভিনীত ছবিও নয়। শুধুমাত্র ‘ঘরে বাইরে’র সময় মানিকদা জোর করে দেখিয়েছিলেন। সেই প্রথম আর সেটাই শেষ।’ বয়সের সাথে সাথে এখন সিনেমায় অভিনয় করার সংখ্যাও কমিয়ে দিয়েছেন।
যদিও কাজ কমানোর কারণ হিসেবে সম্প্রতি অভিনেতা বলেছেন ‘আমাকে অ্যাপ্রোচ করার সাহস খুব কম পরিচালকের রয়েছে’। বর্ষিয়ান অভিনেতার কথায় ‘আমি সময়ে কাজে আসি। কাজ সেরে বাড়ি চলে যাই। টুপি পরানোর যে কালচার এখানে আছে আমি তার ঘোর বিরোধী’।