• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহালয়ায় মিশে গেল ভারত আর গ্রীস! ‘বাংলাহান্টে’র অনুষ্ঠানে সুরের জাদুতে মোহিত করলেন আলেকজান্দ্রা

মহালয়ার (Mahalaya) সঙ্গেই প্রত্যেক বছর দুর্গাপুজোর (Durga Puja) কাউন্টডাউন শুরু হয়ে যায়। দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষ হয় এইদিন। আকাশে-বাতাসে ম ম করতে থাকে পুজো পুজো গন্ধ। এই বছর মহালয়ার দিনেই গঙ্গাবক্ষে এক দুর্দান্ত অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলার সবচেয়ে বড় ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘বাংলাহান্ট’ (Bangla Hunt)। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার- সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব।

রাজ্য রাজনীতি ‘কালারফুল বয়’ মদন মিত্র, বাবুল সুপ্রিয় থেকে শুরু করে স্যান্ডি সাহা, নফিস আখতার- প্রত্যেকের উপস্থিতিতে সেদিনের অনুষ্ঠান হয়ে উঠেছিল আরও বর্ণময়। তবে শুধু বাংলার খ্যাতনামা ব্যক্তিত্বরাই নন, ‘বাংলাহান্টে’র মহালয়া স্পেশ্যাল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা একাধিক প্রতিভাবান অতিথি।

   

A singer from Greece was present in Bangla Hunt Mahalaya special program

কথাতেই আছে, ধর্ম যার যার, দুর্গাপুজো সবার। বছরের এইদিন গুলোয় দিন জাতি, ধর্ম, বর্ণ ভুলে উৎসবের মেজাজে মেতে ওঠে গোটা বাংলা। সেই কথাই যেন আরও একবার স্মরণ করিয়ে দিল ‘বাংলাহান্টে’র ‘বোধন ২০২৩’ অনুষ্ঠান। গঙ্গাবক্ষে আয়োজিত এই ইভেন্টে মিশে গেল ভারত আর গ্রীসের সুর।

আরও পড়ুনঃ পুজোয় কলকাতা ঘোরার প্ল্যান? মেট্রো চেপেই কভার হবে সব বড়বড় পুজো, রইল ২০২৩র পূজোপরিক্রমা গাইড

মহালয়ার দিন আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীসের আলেকজান্দ্রা গ্রাভাস (Alexandra Gravas)। নিজের তুখোড় গায়কীর মাধ্যমে উপস্থিত সকলের মন জয় করে নেন তিনি। সুরের জাদুতে মোহিত করেন প্রত্যেককে। শুধু তাই নয়, গ্রীস থেকে আগত এই সঙ্গীতশিল্পীকে ভারতীয় সুরের সঙ্গেও গলা মেলাতে দেখা যায়।

আরও পড়ুনঃ সাবেকিয়ানায় মোড়া মহালয়া-দশমী, রইল কলকাতার অফবিট বনেদি বাড়ির দূর্গা পুজোর হদিশ

A singer from Greece was present in Bangla Hunt Mahalaya special program

উঠে দাঁড়িয়ে আলেকজান্দ্রার গান উপভোগ করতে দেখা যায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের। একইভাবে বাঙালি এক শিল্পী গলায় বাংলা গান শুনে তা চুটিয়ে উপভোগ করতে দেখা যায় আলেকজান্দ্রাকে। সব মিলিয়ে, ‘বাংলাহান্টে’র এই অভিনব আয়োজনে একপ্রকার মিলেমিশে যায় ভারত ও গ্রীসের সুর। ‘এবার পুজো সবার পুজো’- ‘বোধন ২০২৩’র এই ট্যাগ লাইন যে আক্ষরিক অর্থে সফল হয়ে উঠেছিল তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

site