• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোয় কলকাতা ঘোরার প্ল্যান? মেট্রো চেপেই কভার হবে সব বড়বড় পুজো, রইল ২০২৩র পূজোপরিক্রমা গাইড

Published on:

Durga Puja and Kolkata Metro mtp route

এই বছর মহালয়ার সাথেই পুজোর (Durga Puja) আমেজ এসে গিয়েছে। আজ সবে তৃতীয়া, তবে এখন থেকেই মানুষের ঢল নেমেছে কলকাতার রাস্তায়। তিলোত্তমার ভিড় দেখলে মনে হবে সপ্তমী কিংবা অষ্টমী এসে গিয়েছে হয়তো। অন্যান্য বছরের তুলনায় এই বছর যেন মানুষ অনেক আগে থেকেই মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন।

সেই জন্য এখন থেকেই কলকাতার একাধিক প্যান্ডেল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। উত্তর থেকে শুরু করে দক্ষিণ- সব জায়গাতেই প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। সেই সঙ্গে এখন থেকে ট্রাফিক জ্যাম (Traffic Jam) নিয়ে অভিযোগের সুরও শোনা যাচ্ছে অনেকের গলায়। বছরের অন্যান্য দিন যে রাস্তা এই সময় ফাঁকা থাকে, এখন সেখানে গাড়ির আধিক্য দেখা যাচ্ছে। সপ্তমী-অষ্টমী আসতে আসতে সেটা যে আরও বাড়বে তা পরিষ্কার।

Durga Puja, Durga Puja Kolkata metro route

প্রায় প্রত্যেক বছরই দেখা যায়, পুজোর আনন্দ মাটি করে দিচ্ছে রাস্তার জ্যাম। এই সময়টা যেন রাস্তায় গাড়ির সংখ্যা একলাফে অনেকটা বেড়ে যায়। যে কারণে প্যান্ডেলে ঘোরার চেয়ে বেশি সময় গাড়িতে বসেই কাটাতে হয় দর্শনার্থীদের। তবে এই বছর এমন পরিস্থিতির শিকার মুখে না পড়তে হলে আপনি বেছে নিতে পারেন মেট্রো পরিষেবা (Metro Railway)।

আজকের প্রতিবেদনে আপনার জন্য এমন কয়েকটি মেট্রো স্টেশনের (Metro Station) নাম তুলে ধরব আমরা, যেখান থেকে বেরোলেই একাধিক বড়বড় পুজো দেখতে পাবেন আপনি। দমদম স্টেশনে নেমে যেমন আপনি দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক যুব বৃন্দ, সিঁথির মোড় বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে পাবেন।

Durga Puja, Durga Puja Kolkata metro route

এছাড়া বেলগাছিয়ায় নেমেও আপনি বেশ কয়েকটি নামী দুর্গাপুজো দেখতে পাবেন। এখান থেকে বেরিয়েই টালা পার্ক প্রত্যয়, নতুন পল্লী প্রদীপ সংঘ, লেকটাউন অ্যাসোসিয়েশন, ভরতচক্র, শ্রী ভূমি স্পোর্টিং ক্লাব রেলওয়ে আবাসিক সংঘ, একে ব্লক অ্যাসোসিয়েশনের ঠাকুর দেখতে পাবেন।

Durga Puja, Durga Puja Kolkata metro route

আপনার গন্তব্য শ্যামবাজার মেট্রো স্টেশন হলে আপনি শ্যাম স্কোয়্যার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার, ফ্রেন্ডস ইউনিয়নের ঠাকুর দেখতে পারবেন। আর আপনি শোভাবাজার নামলে তো সোনায় সোহাগা! কারণ এই মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আপনি দেখতে পারবেন কুমারটুলি পার্ক, নর্থ ত্রিধারা, আহিরিটোলা, নলীন সরকার স্ট্রিট, চালতা বাগানের মতো জনপ্রিয় পূজাগুলি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥