প্রাক্তন ক্রিকেটার, প্রশাসক, শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মানুষ এক, তবে তাঁর পরিচিতি অনেক। তিনি বাংলা গর্ব, বাঙালির আবেগ। যত দিন যাচ্ছে ততই বাড়ছে তাঁর জনপ্রিয়তা। কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন- সৌরভের বিষয়ে সব খুটিনাটি জানা চাই অনুরাগীদের। সেই জন্য মাঝেমধ্যেই ‘দাদা’র ব্যক্তিগত জীবনের অন্দরমহলে উঁকিঝুঁকি দেন তাঁরা।
প্রায়শয়ই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন সৌরভ-পত্নী ডোনা (Dona Ganguly) এবং কন্যা সানা গাঙ্গুলীও (Sana Ganguly)। সম্প্রতি যেমন সৌরভ-কন্যার চাকরি (Job) জীবন নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। সানা এখন কোথায় চাকরি করছেন তা জানতে আগ্রহী অনেকে। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন ‘মহারাজ’ নিজে।
সদ্য ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন সানা। মেয়ের সমাবর্তন অনুষ্ঠানের জন্য বিদেশ উড়ে গিয়েছিলেন সৌরভ-ডোনা দু’জনেই। স্নাতক পাশ করতে না করতেই একটি বহুজাতিক সংস্থায় চাকরিও পেয়ে গিয়েছেন সৌরভ-কন্যা (Sourav Ganguly Daughter)। সম্প্রতি ‘দাদা’ জানান ঠিক কী কাজ করছে তাঁর মেয়ে।
এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় সৌরভ বলেন, ‘একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করে সানা। ওঁকে চাকরি করতে দেখে আমি একটু অবাকই হই। এরপর ও মাস্টার্স করবে’। একইসঙ্গে ‘দাদা’ জানান, নভেম্বর মাসে সানার জন্মদিন। তবে এবছর এই বিশেষ বাড়ি ফিরতে পারবে না সে। তাই জন্য আগে থেকেই মেয়েকে একটি উপহার পাঠিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ তুমি আশেপাশে থাকলের স্লট ঘোষণা করতেই কপাল পুড়ল এই সিরিয়ালের, মন খারাপ ভক্তদের
প্রসঙ্গত, ২০২০ সালে কলকাতার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লরেটো হাউস স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন সানা। দ্বাদশ শ্রেণিতে ৯৮% নম্বর পেয়েছিলেন সৌরভ-কন্যা। এরপর ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হন তিনি। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন সানা। অনেকেই জানেন না, স্কুলে পড়াকালীন অক্সফোর্ড সামার স্কুলেও সুযোগ পেয়েছিলেন তিনি। এই বয়সেই সৌরভ-কন্যার বায়োডেটা যে বেশ চোখ ধাঁধানো তা আর বলার অপেক্ষা রাখে না।