এই মুহূর্তে ছোট বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় একজন খলনায়িকা হলেন ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) সিরিয়ালের ময়ূরী (Mayuri) অভিনেত্রী শ্বেতা মিশ্র (Sweta Mishra)। এই ধারাবাহিকের ময়ূরী তার বোন মেঘের জীবন তছনছ করতে একেবারে উঠে পড়ে লেগেছে। সিরিয়ালের শুরু থেকেই একের পর এক অন্যায় করে চলেছে সে। ধারাবাহিকের প্লট অনুযায়ী খুব ছোট থেকেই অসুস্থতার কারণে রক্তের জন্য ময়ূরী তার বোন মেঘের ওপরে নির্ভরশীল।
কিন্তু তার জন্য সে তার বোন মেঘের কাছে একফোঁটা কৃতজ্ঞ নয় বরং সব সময় মেঘের পছন্দের জিনিসই ছিনিয়ে নেওয়াতেই তাঁর আনন্দ। বড় হয়েও মেঘের সুখের সংসার ভেঙে তছনছ করে দিয়ে মেঘের বর সৌরনীলকে বিয়ে করতে চলেছে সে। এতো গেল সিরিয়ালের গল্প। কিন্তু বাস্তবে কেমন সিরিয়ালের ময়ূরী অভিনেত্রী শ্বেতা? প্রসঙ্গত সিরিয়ালে অনর্গল বাংলা বলে চললেও শ্বেতা কিন্তু আদতে বাঙালি নন।
বাংলার বাইরেই জন্ম তাঁর। কিন্তু কর্মসূত্রে কলকাতায় থাকতে থাকতে কলকাতার ভাষা এবং সংস্কৃতি খাবার সবকিছুকেই আপন করে নিয়েছেন এই মাড়োয়ারি অভিনেত্রী। এই সিরিয়াল শুরুর প্রথম দিকে সমস্ত কলা কুশলীরাই হাজির হয়েছিলেন জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। সেখানেই এদিন শ্বেতা জানান তিনি কর্মসূত্রেই কলকাতায় থাকেন।
আরও পড়ুনঃ টিভির পর্দায় মহাপুরুষদের অপমান! ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো দেখে ক্ষোভে ফেটে পড়ল দর্শকেরা
শ্বেতা জানিয়েছেন, কর্মসূত্রে তিনি পরিবার ছেড়ে কলকাতায় রয়েছেন। জন্মসূত্রে তিনি মারোয়াড়ি হলেও কলকাতায় থাকতে থাকতে বাংলাকে ভালোবেসে ফেলছেন। নিজের চেষ্টাতেই বাংলা শিখে সিরিয়ালেও কথা বলেন ঝরঝরে বাংলায়। রচনা বন্দ্যোপাধ্যায়কে শ্বেতা বলেন, ‘যেখানে থাকছি, সেখানকার সংস্কৃতিকে ভালোবাসব না তাও কি হয়! আমার এখানকার খাবার ও ভাষা সবটাই পছন্দের। ঠিক এই কারণেই নিজের ইচ্ছাতে বাংলাকে আপন করে নেওয়া।’
নিজে মাড়োয়ারি হওয়ায় মাছ মাংস খান না শ্বেতা। কিন্তু বিশেষ বন্ধুর জন্য মাছ-মাংসের অনেক রান্নাই শিখে ফেলেছেন অভিনেত্রী।শ্বেতা জানিয়েছেন, তাঁর বিশেষ বন্ধুও খাবারের ব্যবসার সাথেই যুক্ত। তিনি আবার বাঙালিও, নাম উহ্য রেখেই অভিনেত্রী জানিয়েছেন তিনি হলেন মিস্টার সেনগুপ্ত। ভবিষ্য়তে ব্যবসার কাজে হাত লাগানোর জন্যই রান্না শিখছেন শ্বেতা? সেকথা অকপটে স্বীকার করে নিয়েই অভিনেত্রী বলেছেন ‘মারোয়াড়ি হয়ে ব্যবসা করব না তাও কি হয়! ব্যবসা আমার রক্তে।’