সন্ধ্যে নামলেই টিভির সামনে হাজির হয়ে পড়েন বাড়ির ছোট বড় সকলেই। কেউ জি বাংলা (Zee Bangla) তো কেউ ষ্টার জলসা (Star Jalsha) খুলে পছন্দের সিরিয়াল দেখেন। কিন্তু দূর্গা পুজোর মুখে আচমকাই ওলটপালট হয়ে গেল জি বাংলার একাধিক সিরিয়ালের সম্প্রচারের সময়। সন্ধ্যের সিরিয়াল গেল রাতে, তো রাতের ধারাবাহিক এল সন্ধ্যায়। তাই আজ বংট্রেন্ড হাজির আপনাদের জন্য বাংলা মেগার নতুন টাইম টেবিল (Serial Time Table) নিয়ে।
জি বাংলার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম ইচ্ছে পুতুল (Icche Putul)। মেঘ-ময়ূরী-নীলের জীবনের কাহিনী দেখার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন সকলে। এতদিন রাত্রি ৯.৩০ থেকে সম্প্রচারিত হত সিরিয়ালটি। কিন্তু এবার সেটা বদলে যাচ্ছে। আর তাতেই ক্ষুদ্ধ হয়েছেন দর্শকেরা। ভালো টিআরপি থাকা সত্ত্বেও এমন সময়বদল মোটেই ভালো চোখে দেখছে বা বাঙালি সিরিয়ালপ্রেমীরা।
তাহলে কটা থেকে দেখা যাবে ইচ্ছে পুতুল? সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, আগামী ১৬ অক্টবর থেকেই পাল্টে যাচ্ছে সময়। রাতে ৯.৩০ টার বদলে এবার থেকে সন্ধ্যে ৬টা থেকেই দেখা যাবে ইচ্ছে পুতুল। কিন্তু তাহলে প্রশ্ন হল ৬টার স্লটে যে ‘গৌরী এলো’ হয় সেটা তাহলে কোথায় যাবে?
আসলে ব্যাপার হল ষ্টার জলসায় ৬টার স্লটে তোমাদের রাণী সম্প্রচারিত হয়। এর সাথে টেক্কা দিতে না পেরে টিআরপি কমছে ‘গৌরী এলো’র, তাই ইচ্ছে পুতুলকে এই সময়ে টেনে আনা হয়েছে। এদিকে বর্তমানে যে পর্ব চলছে তাতে করে দর্শকদের প্রতিটা পর্ব দেখার জন্য আগ্রহ বেড়েই চলেছে।
আরও পড়ুনঃ মহালয়ায় নতুন চমক, দাদাগিরিতে ব়্যাম্প ওয়াক করছেন সৌরভ গাঙ্গুলি, ফাঁস হতেই ভাইরাল ভিডিও
তবে এখানেই শেষ নয়, আরও এক সিরিয়ালের সময় বদলে যাচ্ছে। কিছুদিন আগেই টিআরপি কমে যাওয়ায় সময় পাল্টে রাত ১০টায় সম্প্রচারিত হচ্ছিল খেলনা বাড়ি। কিন্তু এবার গৌরী এলোকে জায়গা দিতে আবারও বদলাচ্ছে মিতুলের কাহিনীর সময়। অর্থাৎ ২০ দিনের মধ্যেই ৩ বার বদলে গেল খেলনাবাড়ি। তবে এর সাথে আরও জানা যাচ্ছে, শীঘ্রই নাকি শেষ হয়ে যেতে পারে খেলনা বাড়ি। যদিও অফিসিয়াল কোনো ঘোষণা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। চলুন এবার দেখে নেওয়া যাক বাংলা সিরিয়ালগুলোর নতুন পরিবর্তিত সময়।
ইচ্ছে পুতুল – সন্ধ্যে ৬টা থেকে দেখা যাবে (এই সময় ষ্টার জলসায় চলবে তোমাদের রানী)
গৌরী এলো – রাত ১০টা থেকে সম্প্রচারিত হবে। (ষ্টার জালসাতে এই সময় দেখা যাবে হরগৌরী পাইস হোটেল)
খেলনা বাড়ি – রাত ৯.৩০ থেকে সম্প্রচার করা হবে। (এই সময় ষ্টার জলসায় সম্প্রচারিত হয় অনুরাগের ছোঁয়া)