বাঙালির দুর্গাপুজোর (Durgapuja) শুরু হয় মহালয়া (Mahalaya) দিয়ে। প্রতিবছর এই দিনে জি বাংলা থেকে ষ্টার জলসার পর্দায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু প্রতিবারেই অভিযোগ ওঠে বিকৃত করা হয় মহালয়ার কাহিনী। এবারেও ঠিক তেমনটাই হল। টিভিতে মহালয়া দেখার পরেই সোশ্যাল মিডিয়াতে শুরু হল চরম ট্রোলিং (Trolling)। এমনকি অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) পর্যন্ত মুখ খুলেছেন টেলিভিশনের মহালয়া নিয়ে।
আজ থেকে কয়েক দশক আগে, ঘরে ঘরে টিভি ছিল না, সেই সময় চলত রেডিও। মহালয়ার দিন ভোরবেলা উঠে সকলে অপেক্ষায় থাকতেন কখন রেডিওতে বেজে উঠবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে, ‘অশ্বিনের শারদ প্রাতে’ শোনার জন্য। এভাবেই শুরু হত বাঙালির দেবীপক্ষ। কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগে বর্তমানে মহালয়াও অনেকটাই বদলে গিয়েছে।
মহালয়ার নামে টিভিতে যে বিশেষ অনুষ্ঠান হয়েছে তা দেখে রীতিমত হেসে গড়াগড়ি খাচ্ছেন সকলে। এমন সময়েই সোশ্যাল মিডিয়াতে বোমা ফাটালেন শ্রীলেখা মিত্র। এদিন ফেসবুকে তিনি লেখেন, ‘এসে গেল টিটিভ সেই বিভীষিকাময় মহালয়া …. কেউ দয়া করে পার্সোনালি নিও না। আর নিলেও অবশ্য আমার কিছুই করার নেই। মা দূর্গা সাজতে গেলে ডিজাইনার শাড়ি লাগে না, লাল পাড় সাদা শাড়িতেই মা দূর্গা সাজা যায়’।
আসলে বরাবরই টলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবে পরিচিত শ্রীলেখা মিত্র। গত বছরেও মহালয়া দেখে প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, দূর্গা সাজতেন আমাদের সময় সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। দূরদর্শনে সম্প্রচারিত সেই মহালয়া সবার দেখতে ইচ্ছা হাত। সংযুক্তার মুখশ্রী অনেকটা মা দুর্গার মতই ছিল, দেখে মনে হতে মা দূর্গা স্বয়ং মর্ত্যে নেমে এসেছেন। আমি মা দূর্গা হতে পারিনি বলে হিংসায় বলছি ভাববেন না। অবশ্য বললেও কিছুই এসে যায় না, আমি সত্যিটা বলবোই।
শ্রীলেখার এই মন্তব্যকে সমর্থন করেছেন অনেকেই। এক নেটিজেনের মতে, আমরা এখনো রেডিওতে মহালয়া শুনি। টিভির মহালয়া দেখতেই ইচ্ছা করে না। তো কেউ লিখেছেন, শিব এরম নাচতে শিখলো কবে? আবার কারোর মতে, কে লিরিক্স লিখেছেন সামনে আসুন প্লিজ, আমরা দেখতে চাই। এমনকি একজন তো লিখেছেন, শিবের খিদে পেয়েছে, অন্নপূর্ণা যাচ্ছে এসবও দেখতে হল আমাদের!
প্রসঙ্গত, মহালয়া নিয়ে দূরদর্শনের দূর্গা সংযুক্ত বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি জানান, টিভিতে অনেক ধরণের মহালয়া দেখি। প্রত্যেকেই নিজের মত চেষ্টা করেন। তবে একটা কথা আমি বলতে চাই সেটা হল, TRP নিয়ে চিন্তা একবারেই করবেন না। নিজের কাজ মন দিয়ে করলেই দেখা যাবে TRP বেড়ে যাবে।