রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’র (Ramayana) কথা এখনও অনেকের মনে আছে। আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক। সেই সঙ্গেই বদলে গিয়েছিল অনেক শিল্পীর জীবন। এমনই একজন তারকা হলেন বলিউড (Bollywood) অভিনেতা অরুণ গোভিল (Arun Govil)। ‘রামায়ণ’এ শ্রীরামের (Shri Ram) চরিত্রে অভিনয় করে গগনচুম্বী খ্যাতি পেয়েছিলেন তিনি।
১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছিল ‘রামায়ণ’। শোনা যায়, ‘রামায়ণ’ যখন দেখানো হতো তখন রাস্তাঘাট পুরো খাঁ খাঁ করতো। প্রত্যেকে তখন টিভির সামনে বসে শ্রীরামের গাঁথা দেখতেন। সারা দেশে তখন ‘শ্রীরাম’ হিসেবেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন অরুণ। তাঁর অনবদ্য অভিনয়ে শ্রীরামের চরিত্র যেন সত্যিই জীবন্ত হয়ে উঠেছিল। আজকের প্রতিবেদনটি যদিও অভিনেতাকে নিয়ে নয়, বরং তাঁর একমাত্র কন্যা (Daughter) সোনিকাকে (Sonika Govil) নিয়ে।
‘রামায়ণ’র হাত ধরে জনপ্রিয়তা পেলেও অরুণের বলিউড কেরিয়ার কিন্তু শুরু হয়েছিল অনেক আগে। ১৯৭৭ সালে ‘পহেলি’ ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তবে অভিনেতার ভাগ্যের চাকা ঘোরে রামানন্দ সাগরের ধারাবাহিকে অভিনয়ের পর।
আরও পড়ুনঃ পুরো পুজো জমজমাট! একেরপর এক ধামাকা সিনেমা থেকে ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে OTTতে, রইল তালিকা
কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভের পর অভিনেত্রী শ্রীলেখাকে বিয়ে করে সংসারী হয়ে ওঠেন অরুণ। জন্ম হয় তাঁদের দুই সন্তান অমল এবং সোনিকার। ইতিমধ্যেই পর্দার শ্রীরামের ছেলের বিয়ে হয়ে গিয়েছে। দাদুও হয়ে গিয়েছেন অরুণ। অপরদিকে তাঁর মেয়ে সোনিকা মুম্বইয়ের একটি নামী সংস্থায় প্ল্যানিং এগজিকিউটিভ অফিসার হিসেবে কাজ করছেন।
আরও পড়ুনঃ ‘মহানায়ক’ হওয়া সহজ নয়! উত্তম কুমার রূপে সামনে আসতেই বিতর্ক, যা বললেন নীল
শোনা যায়, অরুণ-কন্যা বরাবর পড়াশোনায় মেধাবী ছিলেন। ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং কমিউনিকেশনে গ্যাজুয়েশন সম্পন্ন করেছেন সোনিকা। এরপর গত ৫-৬ বছর ধরে মুম্বইয়ের একটি সংস্থায় চাকরি করছেন। তবে রূপের নিরিখে কিন্তু কোনও বলিউড নায়িকার থেকে কম যান না তিনি।
এত বড় তারকার মেয়ে হলেও সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় থাকেন না সোনিকা। ইনস্টাগ্রামে তাঁর প্রোফাইল ‘প্রাইভেট’ করা। তবে টুইটারে মাঝেমধ্যে পোস্ট করতে দেখা যায় তাঁকে। যদিও নিজের কোনও ছবি নয়, বরং বাবার আপডেট দেন তিনি। সোনিকার সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখেই বোঝা যায় বাবা অন্ত প্রাণ তিনি।