কখনও বস্তা, কখনও সেফটিপিন, কখনও আবার সিম কার্ড দিয়ে ড্রেস বানিয়েছেন তিনি। যেসব পোশাক পরার কথা কখনও কেউ কল্পনাও করতে পারে না, সেসব পোশাক পরেই আদায় করে নিয়েছেন ‘ফ্যাশান আইকন’ তকমা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা হচ্ছে এখানে? ঠিকই ধরেছেন, উরফি জাভেদের (Uorfi Javed) কথাই বলছি আমরা।
বলিউডের বিতর্কিত ব্যক্তিত্বদের নামের তালিকায় ওপরের দিকেই থাকবে উরফির নাম। নিজের বিচিত্র ফ্যাশান সেন্সের সৌজন্যে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি। সম্প্রতি সেই উরফিই চুপিচুপি গাঁটছড়া (Marriage) বেঁধেছেন! সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ছবি ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পরে গিয়েছে।
চলতি বছর বলিউডের (Bollywood) একাধিক জনপ্রিয় তারকা সাত পাকে বাঁধা পড়েছেন। বছরের শুরুতেই বিয়ে করেছিলেন সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবানী। সদ্য পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। এবার সেই তালিকাতেই যুক্ত হল উরফির নাম!
আরও পড়ুনঃ আচমকাই শেষ হচ্ছে ইচ্ছে পুতুল, দর্শকদের চিন্তা বাড়তেই মুখ খুললেন নায়ক সৌরনীল
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উরফির কয়েকটি ছবি ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের একটি সালোয়ার কামিজ। সে চুড়িদারের ওড়নাটিকেই ঘোমটা আকারে মাথায় দিয়ে রেখেছেন তিনি। তাঁর পাশে বসে রয়েছেন একজন অপরিচিত যুবক। শুধু তাই নয় তাঁদের সামনে জ্বলছে যজ্ঞের আগুন।
আরও পড়ুনঃ শয়তানি মিশকাকে টাইট দিতে সোনা-রুপাই যথেষ্ট, ‘অনুরাগের ছোঁয়া’ আগাম পর্ব দেখে খুশি দর্শকেরা
আর একটি ছবিতে আবার দেখা যাচ্ছে, উরফি এবং সেই অপরিচিত যুবকের হাতে রয়েছে ফুল এবং তাঁদের সামনে বসে পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করছেন। যদিও উরফি তাঁর পাশে বসে থাকা যুবকের মুখ দেখাননি। কায়দা করে নিজের সঙ্গীর মুখ ঢেকে দিয়েছেন তিনি। ভাইরাল এই ছবিগুলি দেখে মনে হচ্ছে, চুপিচুপি মনের মানুষের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন উরফি। শীঘ্রই হয়তো বাজতে চলেছে বিয়ের সানাই!
সোশ্যাল মিডিয়ায় উরফির এই ছবিগুলি নিয়ে তুমুল চর্চা হলেও, অনেকের মনে প্রশ্ন জেগেছে, আদৌ সত্যি বাগদান করেছেন উরফি, নাকি সবটাই পাবলিসিটি স্টান্ট? কেউ আবার তাঁর হবু স্বামীর পরিচয় জানতে চেয়েছেন। উরফির বিয়ে নিয়ে চারিদিকে হাজার প্রশ্ন উঁকি দিলেও অভিনেত্রী নিজে এখনও এই বিষয়ে একটিও মন্তব্য করেননি। আপাতত তাঁর উত্তরের অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।