‘পাঠান’ এবং ‘জওয়ান’র ব্যাক টু ব্যাক সাফল্যের পর শাহরুখ খান (Shah Rukh Khan) এখন এই বছর নিজের তৃতীয় রিলিজের তোরজোড় করছেন। ক্রিসমাসের আবহে আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ (Dunki)। ছবিটি রিলিজ হতে এখনও বেশ কিছুটা সময় বাকি থাকলেও ‘সালার’র (Salaar) রিলিজ ডেট সামনে আসায় পরিস্থিতি বেশ জমে উঠেছে।
প্রথমে ২৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা ছিল সাউথ সুপারস্টার প্রভাস অভিনীত এই সিনেমা। কিন্তু ‘ডানকি’র মুক্তির দিনক্ষণ ঘোষণা হতেই ‘সালার’র রিলিজ ডেটও এগিয়ে আনেন নির্মাতারা। এবার ২২ ডিসেম্বর একইসঙ্গে থিয়েটারে রিলিজ করতে চলেছে শাহরুখের ‘ডানকি’ এবং প্রভাসের ‘সালার’।
কোভিডের পর অনেকটা সময় হয়ে গেল বক্স অফিসে দুই মেগাস্টারের লড়াই দেখেনি সিনেপ্রেমী মানুষরা। দীর্ঘ অপেক্ষা শেষে এবার মুখোমুখি লড়াইয়ে নামছেন প্রভাস এবং শাহরুখ। আগামী ২২ ডিসেম্বর বক্স অফিসে যে ঝড় উঠতে চলেছে সেকথা একেবারে পরিষ্কার।
আরও পড়ুনঃ একেরপর এক ছবি ফ্লপ! পেটের দায়ে বাড়ি ভাড়া দিলেন সালমান খান, দক্ষিণা কত জানেন?
হিন্দি বলয়ের মার্কেটে শাহরুখের ‘ডানকি’ যে ভালো ব্যবসা করবে তা জানা কথা। অপরদিকে দক্ষিণ ভারতে রাজত্ব করবে প্রভাসের ‘সালার’। তবে যে কোনও ছবির বক্স অফিস কালেকশনে অনেকটা বড় ভূমিকা পালন করে বিদেশের বক্স অফিস থেকে আয়ের অঙ্কটাও। আর সেই মার্কেট ধরতেই বিরাট সিদ্ধান্ত নিয়েছে ‘সালার’র নির্মাতারা।
আরও পড়ুনঃ বাঙালি সংস্কৃতির অপমান! গর্ভবতী স্ত্রীয়ের পেট দেখিয়ে নেটিজেনদের রোষের মুখে সুপারস্টার জিৎ
এমনিতে বিদেশের বক্স অফিসে বরাবর ভালো ব্যবসা করে শাহরুখের সিনেমা। বিশেষত উত্তর আমেরিকার মার্কেটে ভীষণ ভালো ব্যবসা করে ‘কিং খান’র ছবি। এবার সেই ব্যবসাতে ভাগ বসাতেই আমেরিকার ১৯৭৯টি প্রেক্ষাগৃহে ‘সালার’ রিলিজের কথা ঘোষণা করেছে নির্মাতারা।
১৯৭৯ সালে জন্মগ্রহণ করা প্রভাসকে ট্রিবিউট দিতে এই সিদ্ধান্ত নিয়েছে ‘সালার’র নির্মাতারা। সেই সঙ্গেই আমেরিকার মাটিতে রিলিজ হয়ে চলা সবচেয়ে বড় ভারতীয় ছবির তকমাও আদায় করে নিয়েছে এই সিনেমা। এর আগে এই রেকর্ড ছিল এস এস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’র দখলে। এবার সেই নজির গড়তে চলেছে ‘সালার’। দেখা যাক, এরপর বক্স অফিসে কেমন ব্যবসা করে প্রভাসের সিনেমা।