• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোবিন্দর থেকেও বেশি পারিশ্রমিক, মদ-সিগারেটের খরচ সহ বাঁদরের মাইনে ছিল চোখ কপালে তোলার মত

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক ছবি তৈরি হয়েছে যেখানে নানা রকমের পশু-পাখি ব্যবহৃত হয়েছে। কখনও কুকুর, কখনও পাখি, কখনও আবার বাঁদরকে (Monkey) দেখা গিয়েছে অভিনয় করতে। এমনই একটি সিনেমা হল ‘আঁখে’ (Aankhen)। গোবিন্দা, চাঙ্কি পাণ্ডে অভিনীত এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঁদরটির। শুধু তাই নয়, দুই নায়কের থেকে তার পারিশ্রমিকও ছিল বেশি।

১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল ডেভিড ধাওয়ান পরিচালিত ‘আঁখে’ ছবিটি। প্রায় ৬ কোটি টাকার বাজেটে তৈরি এই সিনেমা সেই সময় ৪৫ কোটি টাকার ব্যবসা করেছিল। গোবিন্দা (Govinda), চাঙ্কি পাণ্ডের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন রীতু শিবপুরী, শিল্পা শিরোদকর, শক্তি কাপুর, রাজ বব্বরের মতো তারকারা।

   

Aankhen movie monkey, Aankhen movie monkey fees

তবে এত তারকা থাকা সত্ত্বেও সবার মাঝে আলাদা করে নজর কেড়েছিল সেই বাঁদরটি। সেই জন্য নায়কের থেকেও বেশি টাকা মাইনেও (Fees) পেয়েছিল সে। একবার চাঙ্কি পাণ্ডে নিজে এই বিষয়ে খোলসা করেছিলেন। সেই সময় বাঁদরটি কত টাকা পারিশ্রমিক পেয়েছিল শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

আরও পড়ুনঃ পূজিত হন দেবীরূপে, লতা মঙ্গেশকরের নাম মন্দির বানিয়ে চমকে দিলেন ভক্ত, রইল ঠিকানা

চাঙ্কি জানান, ‘আঁখে সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে আমি কিংবা গোবিন্দা যা টাকা আয় করেছিলাম, তার থেকে অনেক বেশি আয় করেছিল সেই বাঁদরটি। ‘আঁখে’তে অভিনয় করে আমি এবং গোবিন্দা দু’জনেই ১৮ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। আর বাঁদরটি পেয়েছিল ২০ লাখ টাকা’।

আরও পড়ুনঃ মহানায়ক উত্তম কুমার ছিলেন গরিবদের মসিহা! খামে করে টাকা পাঠাতেন কন্যাদায়গ্রস্ত পিতাদের

Aankhen movie monkey, Aankhen movie monkey fees

চাঙ্কি আরও বলেছিলেন, ‘বাঁদরটি ভীষণ দামি ছিল। দক্ষিণ ভারত থেকে তাকে শ্যুটিংয়ের জন্য আনা হয়েছিল। বাঁদরের সঙ্গে তার আবার ৬জন সহযোগী ছিল। বাঁদরটিকে একটি বিলাসবহুল হোটেলে রাখার ব্যবস্থা করা অয়েছিল। তখন ওকে দেখে মনে হতো ও-ই সবচেয়ে বড় স্টার। সেটে ওর জন্য কত কিছু যে করা হতো কী বলব! তবে আমায় ও বহুবার কামড়ে দিয়েছিল। যে কারণে আমায় ইঞ্জেকশনও নিতে হয়েছিল’।

সম্প্রতি ‘আঁখে’র এই বাঁদরটিকে নিয়ে মুখ খোলেন প্রযোজক পাহলাজ। তিনি বলেন, সেই ‘অভিনেতা’ বাঁদরটিকে সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেটের কোনও জিনিস সে নষ্ট করেনি। তবে সে নাকি ভীষণ শক্তিশালী ছিল। এমন প্রচুর কাজকর্ম করতো যা দেখে বাকিরা অবাক হয়ে যেত। যেমন শ্যুটিং না থাকলে সে ধূমপান করতো। শুধু তাই নয়, সেই বাঁদর আবার মদ্যপানও করতো। ওর জন্য আলাদা করে মদের ব্যবস্থাও করা হয়েছিল।

site