সময়টা একেবারেই ভালো যাচ্ছে না, একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya)। এদিন ফের একবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্ট জুড়ে মন খারাপের রেশ। এদিন অভিনেত্রীর লেখা ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’ ক্যাপশন দেখেই চোখ আটকেছে নেটিজেনদের। সেই পোস্টে একটি ছবিও শেয়ার করেছেন শ্বেতা।
সেখানেই দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় পিছন ঘুরে শুয়ে রয়েছেন একজন মহিলা। তিনি আসলে শ্বেতার মা। কিন্তু আচমকা কি হয়েছে অভিনেত্রীর মায়ের? তা জানতেই এদিন সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ অভিনেত্রীর সাথে। সেখানেই এদিন মায়ের অসুস্থতার কথা জানিয়ে পর্দার যমুনা ঢাকি বলেছেন এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে ভর্তি (Hospitalised) তার মা (Mother)।
জানা যাচ্ছে শ্বেতার জন্মদিনের পর থেকেই নাকি তাঁর ১০২-১০৩ জ্বর। শ্বেতার কথায়, ‘ভেবেছিলাম, সেরে উঠবেন। কিন্তু, জ্বর কমছিল না। প্রচণ্ড কাশি, সেই সঙ্গে কম খাওয়াদাওয়া করছিলেন। উঠে বসার শক্তি নেই। বাথরুমে যেতে গিয়ে পড়ে যায়।’ তাঁর ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেও চিকিৎসক জানিয়েছেন , অভিনেত্রীর মায়ের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও যথেষ্ট কম।
আরও পড়ুনঃ অজান্তেই কেড়েছিল বোনের ভালোবাসা, এতদিনে সামনে এল সত্যি, টিভির আগেই ফাঁস মহাধামাকা পর্ব
তাছাড়া রয়েছে বুকে সংক্রমণ। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে শুরু করে তাই কোনোরকম ঝুঁকি না নিয়েই ২৩ সেপ্টেম্বর মাকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করান শ্বেতা। অভিনেত্রী জানিয়েছেন, ‘শেষে উনি প্রলাপ বকছিলেন। কাউকে চিনতে পারছিলেন না। আর ঝুঁকি নিতে চাইনি।’
আরও পড়ুনঃ প্রসেনজিৎ বাদ! কাকে ইন্ডাস্ট্রির একমাত্র ষ্টার বললেন চিরঞ্জিত? নামটা জানলে চমকে যাবেন
ধরা গলায় এদিন অভিনেত্রী বলেছেন ‘মায়ের কোনও সেন্সই কাজ করছিল না। যা জিজ্ঞাসা করা হচ্ছে ভুল উত্তর দিচ্ছিল। আমার মায়ের জন্য একটু প্রার্থনা কর। ঐ মানুষটি ছাড়া আমি একেবারে শেষ। কবে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব তার অপেক্ষায় আছি।’
এই পরিস্থিতিতে মনের অবস্থা একেবারেই ভালো অভিনেত্রীর। শ্বেতার কথায় ‘কোনও কাজে মন দিতে পারছি না। নতুন ছবি এবং সিরিয়ালের প্রস্তাব এসেছে। কিন্তু মা বাড়ি না ফেরা পর্যন্ত আমি কোনও কাজে এগোতে চাইছি না।’ তবে মায়ের অসুস্থতার কথা জেনে নির্মাতারা তাঁর সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন বলে জানিয়েছেন নায়িকা।