জি বাংলার (Zee Bangla) মিলি (Mii) সিরিয়ালের হাত ধরে প্রথমবার বাংলা টেলিভিশনের পর্দায় ডেবিউ করছেন টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)। বাংলা সিনেমার পাশাপাশি অনুভব অভিনয় করে ফেলেছেন ওয়েব সিরিজেও। ২০১৮ সালে ‘আবার বসন্ত বিলাপ’ সিনেমার হাত ধরে প্রথম বড়পর্দায় হাতে খড়ি হয়েছিল তাঁর। পরবর্তীতে ‘অব্যক্ত’, ‘সহবাসে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
কিছুদিন আগেই হইচই এর ‘সম্পূর্ণা’ ওয়েব সিরিজে নেগেটিভ রোল করে প্রশংসা কুড়িয়েছিলেন অনুভব। আদতে থিয়েটার জগৎ থেকে আসা অনুভব সিনেমা এবং ওয়েব সিরিজের গণ্ডি পেরিয়ে এবার পা রাখছেন ছোট পর্দায়। মিলি সিরিয়ালে অভিনেত্রী খেয়ালী মন্ডল-এর নায়ক অর্জুন চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রসঙ্গত এখনকার দিনে দেখা যাচ্ছে বড় পর্দা ছেড়ে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী অভিনয় করতে আসছেন ছোট পর্দায়।
অনুভবের ক্ষেত্রেও এমনটা ঘটায় সম্প্রতি তাঁর সাথে তুলনা চলছিল ‘মিঠাই’ সিরিয়ালের সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের। এপ্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্থান টাইমস বাংলার সাথে খোলামেলা আড্ডায় আদৃতের ঢালাও প্রশংসা করে অনুভব বলেছেন ‘আদৃত খুব ট্যালেন্টের ছেলে। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি। সিনেমাতেও ওর কাজ আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে সময় আদৃত ওই সিদ্ধান্তটা নিয়েছিল সেটা বেস্ট ডিসিশন ছিল ওর জন্য।’ সেইসাথে অভিনেতার সংযোজন ‘আদৃতের সঙ্গে তুলনার কোনও জায়গা নেই’।
আরও পড়ুনঃ সিনেমা সিরিয়াল অতীত, এবার নতুন রূপে ওয়েব দুনিয়ায় আসছেন ‘কলকাতার রসগোল্লা’ দেবশ্রী!
প্রসঙ্গত এদিন অভিনেতা একবাক্যে স্বীকার করে নিয়ে বলেছেন ‘সিনেমার প্রতি একটা অবসেশন কাজ করে, সেটা ভাঙতে সময় লাগল’। তবে এখন তিনি তার পছন্দের চরিত্র করতে পারছেন,যেটা তিনি সিনেমায় পারছিলেন না। তাই এখন তিনি ভীষণ খুশি। এছাড়া এদিন সিনেমা ছেড়ে সিরিয়ালে আসার প্রসঙ্গে অভিনেতা বলেছেন ‘এখন টলিউডে কম কাজ হচ্ছে, যে ধরনের কাজ করতে চাইছি সেটা পারছি না মিলি পুরোদস্তর কমার্শিয়াল জনের একটা কাজ। আমি অ্যাকশন করতে পারছি রোম্যান্স করতে পারছি। তাছাড়া জি বাংলার মতো চ্যানেল এবং এরকম একটা ফ্রেন্ড স্লট সবমিলিয়ে দারুন সুযোগ’।
আরও পড়ুনঃ অত্যাচারী পরাগকে ছেড়ে শতদ্রুর কাছে ফিরবে শিমুল! ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র আসন্ন পর্ব
অনুভব জানিয়েছেন সিনেমায় এখন নতুনদের জন্য সুযোগ বেশ খানিকটা কমে গিয়েছে। কারণ হিসেবে অনুভব বলেছেন ‘বড় বড় হাউজের ক্ষেত্রে কিছু ফিক্সড কাস্টিং থাকে। আমাদের মত অভিনেতা যাদের সংসার খরচ চলে অভিনয় করে তাদের জন্য সেটা সমস্যাজনক’। সেই সাথে অভিনেতার সংযোজন ‘আমার মনে হয় যারা নিয়মিত কাজ করছে তাদের টেলিভিশন তিনটে জিনিস দিচ্ছে।’
অনুভবের কথায় ‘এক আমি জানি আমার মাসের শেষে কত টাকা আসবে, দুই আমি পছন্দের চরিত্র করতে পারছি ,আর তিন আমি আরো বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছাতে পারছি। দিনের শেষে একজন অভিনেতা এই তিনটে জিনিসের জন্যই কাজ করে। যদি কেউ অন্য কথা বলে সেটা মিথ্যে। প্রসঙ্গত এই সিরিয়ালে যখন প্রথম প্রোমো শ্যুট হয়েছিল তখন নায়কের নাম ছিল সূর্য।
কিন্তু পরে তা পাল্টে দেওয়া হয়। নায়কের নাম পাল্টানোর কারণ জানতে চাওয়া হলে এদিন কোন রকম রাখঢাক না রেখেই অনুভব বলেছেন ‘আসলে আমাদের সিরিয়ালের আশেপাশের স্লটে একটি সিরিয়াল (অনুরাগের ছোঁয়া) রয়েছে। তার লীড হিরোর নাম সূর্য। আমি যদিও সিরিয়ালটা দেখিনি, শুনেছি খুব জনপ্রিয়। পাশাপাশি স্লটে চরিত্রের নাম একই, এই বিষয়টা একটু অদ্ভুত তো বটেই। হয়তো সেই ভাবনা থেকেই নাম পরিবর্তন হয়েছে।’