• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারাদিনে কি কি খান মুকেশ আম্বানি? দেশের বিখ্যাত ধনকুবেরের ডায়েট চার্ট দেখলে চমকে যাবেন

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) তাঁর বিলাসবাহুল জীবন যাপনের জন্য পৃথিবী বিখ্যাত। রোজকার দৈনন্দিন জীবন বিলাস বৈভবের মধ্যে দিয়েই কাটান আম্বানি। ভারত তথা এশিয়ার সবচেয়ে বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়ায় গোটা পরিবার নিয়ে বাস করেন মুকেশ আম্বানি। মুম্বাইয়ের অভিজাত এলাকার ২৭ তলার এই বাড়ি আমজনতার কাছে নিঃসন্দেহে দর্শনীয় একটি স্থান।

কিন্তু জানলে অবাক হবেন বিশ্ব বিখ্যাত এই ধনকুবের দিনের বেশিরভাগ সময়টাই কাটান খুব সাধারণ জীবন যাপনের মধ্যে দিয়ে। আসুন জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে, রাতে ঘুমেতে যাওয়া পর্যন্ত কিভাবে কাটান মুকেশ আম্বানি। বিশ্বের সমস্ত সফল মানুষদের মতোই মুকেশ আম্বানির কাছেও ডিসিপ্লিনই হল জীবনের মূল মন্ত্র। তাই সারাদিনে তিনি প্রতিটা কাজ করেন ভীষণ নিয়ম মেনে।

   

Mukesh Ambani educational qualification

ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে  শুরু হয় মুকেশ আম্বানির দিন। তারপর ফ্রেশ হয়ে যোগ ব্যায়াম করেন তিনি। তারপর একেবারে ঘরোয়া হেলদি খাবার দিয়ে ব্রেকফাস্ট সারেন তিনি। তাঁর  খাবারের তালিকায় থাকে ইডলি সাম্বার, পেঁপে দিয়ে তৈরি শরবত এবং ফল। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও মুকেশ আম্বানি কিন্তু বাইরের খাবার তেমন পছন্দ করেন না। নিরামিষ ভোজী মুকেশ আম্বানি মাছ-মাংস ছুঁয়েও দেখেন না।

আরও পড়ুনঃ জনপ্রিয়তা সত্ত্বেও বন্ধের পথে ভাইরাল পাইস হোটেল? অবশেষে মুখ খুললে ‘স্মার্ট দিদি’ নন্দিনী

সারা সপ্তাহে মাত্র একটা দিনই তিনি বরাদ্দ রাখেন পরিবার নিয়ে বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করার জন্য। বাইরের খাবারের মধ্যে মুকেশ আম্বানির পছন্দের খাবার হল মাইসোর ক্যাফে মাটুংগা থেকে ইডলি-সাম্বার ,তাজ কোলাবার চাট, এবং স্বাতী স্নাক্সের পানাকি। ব্রেকফাস্ট সেরেই নিয়মিত শত ব্যস্ততার মধ্যেও পড়াশোনা করেন মুকেশ আম্বানি। তারপর অফিসে যাওয়ার জন্য বাড়ির দোতালায় গাড়ির গ্যারেজে আসেন তিনি।

আরও পড়ুনঃ বছরে কামাই কয়েক হাজার কোটি, কত বেতন পান মুকেশ আম্বানি? জানলে আকাশ থেকে পড়বেন

এরপর ঠিক সকাল ১১ টার মধ্যে অফিসে ঢুকে পড়েন মুকেশ আম্বানি। অফিসের সমস্ত কাজ সেরে এক ঘন্টার লাঞ্চ ব্রেক  নেন। তাঁর দুপুরের খাবারের তালিকাও খুবই সাধারণ। নিজেকে ফিট রাখতে প্রোটিন ফাইবার, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারই খেতে পছন্দ করেন তিনি।

তাই মুকেশ আম্বানির দুপুরের খাবারের থালায় থাকে স্যালাড,স্যুপ, ডাল, অল্প ভাত এবং সব্জি।  এছাড়া দিনের বাকি সময়টা তিনি স্যুপ আর স্যালাড খেয়েই কাটিয়ে দেন। আর ঠিক রাত আটটার মধ্যেই খুব হালকা খাবার দিয়েই ডিনার সেরে ফেলেন মুকেশ আম্বানি।

site