দূর্গাপুজো (Durga Pujo) একেবারে দোর গোড়ায়। এই মুহূর্তে জামা-কাপড় কেনার পাশাপাশি জোরকদমে চলছে রূপচর্চাও। তাই ত্বকের জেল্লা বাড়াতে কেউ নামী-দামি প্রোডাক্ট কিনছেন তো কেউ দৌড়াচ্ছেন নামি-দামী পার্লারে। তবে কেউ যদি মনে করেন পুজোর আগেই এসব বাড়তি খরচ ছাড়াই একেবারে ঘরোয়া পদ্ধতিতেই নিজের হাত এবং পায়ের ত্বকে জেল্লা ধরে রাখবেন তাহলে তাঁদের জন্য থাকছে এই ৫ টি ঘরোয়া প্যাক।
হাতের জন্য ঘরোয়া প্যাক
ডিম গোলাপজলের প্যাক : ঘরোয়া উপায়ে তৈরী এই প্যাকটি বানাতে চাইলে প্রথমে তিন থেকে চারটে ডিমের কুসুম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণেই দিয়ে দিতে হবে কয়েক ফোঁটা গোলাপ জল। এরপর এই মিশ্রণের মধ্যেই ১০ মিনিট ধরে দুই হাত ডুবিয়ে হাতের প্রত্যেকটি অংশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। হয়ে গেলে হাতটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
পাঁকা পেপের প্যাক : এই প্যাক বানাতে প্রথমে একটি পাকা পেঁপে হাত দিয়ে মেখে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে এক চা চামচ মধু ও এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি প্যাক বানাতে হবে। হয়ে গেলে এই মিশ্রণটিই দুই হাতে লাগিয়ে স্ক্রাবিং করতে হবে। এইভাবে প্রায় কুড়ি মিনিট রেখে দিতে হবে। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলেই মিলবে মসৃণ ত্বক।
আরও পড়ুনঃ কোনটা কিনি কোনটা ছাড়ি! মাত্র ৩০০ টাকায় পুজোর ট্রেন্ডিং শাড়ি, রইল এমনই বাজারের হদিশ
পায়ের জন্য ঘরোয়া প্যাক
চালের গুঁড়োর প্যাক : প্রথমে একটি পাত্রে প্রয়োজন মতো চালের গুঁড়ো নিতে হবে। এরপর এই গুঁড়োর সাথেই পরিমাণমতো শসা আর গাজরের রস নিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর পায়ের ত্বকে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে তা হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর তোয়ালে জাতীয় একটি শুকনো কাপড় দিয়ে পা মুছে নিতে হবে। এই প্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
টমেটোর প্যাক : একেবারে ঘরোয়াভাবে তৈরী এই প্যাকটি বানানোর জন্য একটি পাত্রে একই পরিমাণে টমেটোর রস ও শসার রস নিতে হবে। সেইসাথে পরিমাণমতো ব্যাসন নিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরী করে নিতে হবে। কেউ চাইলে সামান্য পরিমাণ লেবুর রস দিতে পারেন। এই মিশ্রণটি কিছুক্ষণ পায়ে লাগিয়ে রেখে দিতে হবে। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাকটি সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করলেই পার্থক্য নজরে আসবে।
হাতে ও পায়ে ব্যবহার করার প্যাক
যদি কারও হাতে সময় খুবই কম থাকে। তাহলে তিনি চাইলে হাত এবং পায়ের জন্য আলাদা আলাদা প্যাক না বানিয়ে এই একটা প্যাক বানিয়েই তা হাত এবং পা দুই জায়গাতেই ব্যবহার করতে পারেন।
ব্যাসন,হলুদ গুঁড়োর প্যাক : এই প্যাক বানানোর জন্য প্রথমে একটি পাত্রে ১ চা চামচ হলুদ গুঁড়ো, দুই টেবিল চামচ ব্যাসন আর তার সাথে দুই টেবিল চামচ গোলাপজল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটিই হাতে-পায়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে তা জল দিয়ে ধুয়ে নিতে হবে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরী এই প্যাক ব্যবহার করলে পাওয়া যাবে উজ্জ্বল ও মসৃণ ত্বক।