Homemade Scrubber for Glowing Skin : রূপচর্চার ক্ষেত্রে স্ক্রাবের (Scrub) গুরুত্ব কমবেশি আমরা প্রত্যেকেই জানি। মরা কোষ দূর করে ত্বকের জেল্লা (Glowing Skin) ফেরানোয় এর জুড়ি মেলা ভার। তবে স্ক্রাব ব্যবহারের আগে সবসময় মনে রাখা উচিত, ত্বকের ধরণ অনুযায়ী কিন্তু স্ক্রাবও বদলায়। তৈলাক্ত ত্বকে যে স্ক্রাব ব্যবহার করা উচিত, সেটি শুষ্ক ত্বকে ব্যবহার করা উচিত নয়। আজকের প্রতিবেদনে তাই ত্বকের ধরণ অনুযায়ী, ৬টি ভিন্ন ধরণের স্ক্রাব (Homemade Scrub) বানানোর পদ্ধতি তুলে ধরা হল, যেগুলি একবার ব্যবহার করলে দেখবেন ফিরে এসেছে আপনার হারানো গোল্ডেন গ্লো।
কলা, ওটমিলের স্ক্রাব (Banana Oatmeal Scrub)- গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আপনি কলা এবং ওটমিলের স্ক্রাব ব্যবহার করতেই পারেন। এই স্ক্রাব বানানোর জন্য অর্ধেক কলা এবং ১ টেবিল চামচ ওটমিল লাগবে। প্রথমে কলাটিকে ভালো করে চটকে নিন। এরপর এর সঙ্গে ওটমিল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গিয়েছে আপনার স্ক্রাব। এরপর এই মিশ্রণ ত্বকে হালকা করে ম্যাসাজ করে ১০-১৫ মিনিট রেখে দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ওটমিল, মধুর স্ক্রাব (Oatmeal Honey Scrub)- তৈলাক্ত ত্বকের জন্য এই স্ক্রাব ভীষণ উপকারী। ওটমিল-মধুর স্ক্রাব বানানোর জন্য ২ টেবিল চামচ ওটমিল, ২ টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা গোলাপ জল লাগবে। প্রথমে ওটমিল এবং মধু মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এরপর গোলাপ জল মেশান। এবার এই মিশ্রণ ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। ২ মিনিট রেখে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না কিন্তু।
আরও পড়ুনঃ এক চিমটে হলুদেই বাজিমাত, ঘরোয়া এই ৫ হেয়ার মাস্ক ব্যবহার করলে এক সপ্তাহে দূর হবে খুসকি!
মধু, অলিভ অয়েল, ব্রাউন সুগার স্ক্রাব (Honey Olive Oil Brown Sugar Scrub)- আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে মধু, অলিভ অয়েল এবং ব্রাউন সুগার স্ক্রাব ব্যবহার করতে পারেন। এটা বানানোর জন্য ১ টেবিল চামচ ব্রাউন সুগার, ২ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল লাগবে। প্রত্যেকটি উপকরণ ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। চাইলে ঘাড়েও লাগাতে পারেন। এরপর ভালো করে কিছুক্ষণ ম্যাসাজ করুন এবং তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুনঃ এক সপ্তাহে বুড়ি থেকে ছুড়ি! ঘরোয়া এই হেয়ার স্প্রে ব্যবহার করলে পাকা চুল কালো হবে ৭ দিনে
কফি অয়েল স্ক্রাব (Coffee Oil Scrub)- আপনার ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে কফি অয়েল স্ক্রাব ব্যবহার করতে পারেন। এই স্ক্রাব বানানোর জন্য আপনার ১ টেবিল চামচ কফি গ্রাউন্ড এবং ১ টেবিল চামচ জোজোবা অয়েল লাগবে। প্রথমে দু’টি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর মুখ এবং ঘাড়ে এই মিশ্রণ লাগান। কিছুক্ষণ রেখে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
লেবু, মধু এবং চিনির স্ক্রাব (Lemon Honey Sugar Scrub)- আপনার যদি ব্ল্যাকহেডসের সমস্যা থাকে তাহলে এই স্ক্রাব ব্যবহার করলে সুফল পাবেন। এই স্ক্রাব বানানোর জন্য ১/২ কাপ অলিভ অয়েল, ১ কাপ ব্রাউন সুগার, ১টি লেবু এবন ১ টেবিল চামচ মধু লাগবে। প্রথমে একটি পাত্রে চিনি নিন। এরপর এর সঙ্গে অলিভ অয়েল, লেবুর রস এবং মধু মেশান। ভালো করে মিশিয়ে সেই মিশ্রণ মুখ এবন ঘাড়ে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন।
স্ট্রবেরি দইয়ের স্ক্রাব (Strawberry Yogurt Scrub)- ব্রণর সমস্যা থাকলে এই স্ক্রাব ভীষণ উপকারী। এই স্ক্রাব বানানোর জন্য ১ কাপ দই, ১/২ কাপ থেঁতো করা স্ট্রবেরি, ২-৩ ফোঁটা আপেল সিডার ভিনিগার এবং আমন্ডের গুঁড়ো লাগবে।
প্রথমে প্রত্যেকটি উপাদান ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর সেটি নিজের ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর গরম জল দিয়ে মুখ ধয়ে ময়েশ্চারাইজার লাগান। ঘরোয়া এই ৬টি স্ক্রাব নিয়মিত ব্যবহার করলে নিজের চোখেই আপনি ত্বকের উন্নতি দেখতে পাবেন।