Why Shah Rukh Khan never want to go to Kashmir : শাহরুখ খান (Shah Rukh Khan) নামটাই যথেষ্ট গোটা ভারতবর্ষ থেকে বিশ্বের যে কোনো দেশের মানুষকে বলিউডের (Bollywood) বাদশাহকে চেনানোর জন্য। তবে অনেকেই হয়তো জানেন না, শাহরুখের জন্ম কিন্তু ভারত নয় বরং পাকিস্তানে। অভিনেতার ঠাকুমা ছিলেন কাশ্মীরি। কিন্তু আজ এত সাফল্য এত খ্যাতি অর্জন করার পরেও কাশ্মীরে (Kashmir) পা রাখেননি শাহরুখ খান। কেন জানেন? আজ আপনাদের সেই কারণটাই জানাবো। যেটা শুনলে শাহরুখের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে।
আসলে এই কাহিনী হয়তো অজানাই থেকে যেত যদি না, শাহরুখ ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati) শোয়ে আসতেন। শো চলাকালীন অমিতাভ বচ্চন তাঁকে প্রশ্ন করেন, কেন কখনও কাশ্মীরে যেতে চান না শাহরু খান? ভারত তো বটেই গোটা বিশ্ব এমনকি পাকিস্তানেও শাহরুখ ভক্তের সংখ্যা অগুনতি। তবুও কেন এই একটি জায়গায় যেতে আপত্তি অভিনেতার?
উত্তরে শাহরুখ বলেন, আমার ঠাকুমা ছিলেন কাশ্মীরি। আর বাবা মীর তাজ মোহাম্মদ আমায় জীবনে অন্তত একবার তিনটি জায়গা ঘোরার কথা বলেছিলেন। যেগুলি হল ইতালি, ইস্তাম্বুল ও কাশ্মীর। ইতিমধ্যেই ইতালি ও ইস্তাম্বুল ঘুরতে চলে গিয়েছেন শাহরুখ। কিন্তু আজও কাশ্মীরে যাননি, আর যেতেও চান না।
এবার ভাবছেন দুটো জায়গা ঘুরলেও কাশ্মীর কেন বাদ রইল? এর কারণ হল শাহরুখের বাবা তাকে বলেছিলেন ইতালি ও ইস্তাম্বুল সে এক ঘুরতে পারবে। কিন্তু কাশ্মীরে যেন বাবাকে সাথে নিয়েই যায়। কারণ কাশ্মীরের খুঁটিনাটি সমস্ত তথ্য বাবাই তাকে দিতে পারবে। কিন্তু কাশ্মীরে যাওয়ার আগেই বাবা প্রয়াত হন। তাই কাশ্মীরে আর যাওয়া হয়নি, এমনকি বাবাকে ছাড়া কাশ্মীরে যেতেও চান না শাহরুখ খান।
আরও পড়ুনঃ ‘বাবার নাম দিয়ে বেশি দিন নয়, নিজেকে প্রমাণ করতে হয়’, মেয়ে কোয়েলকে নিয়ে অকপট রঞ্জিত মল্লিক
মাত্র ১৫ বছর বয়সে ক্যান্সারের কাছে হার মানেন শাহরুখ খানের বাবা। এরপর বড় হয়ে সাফল্য, অর্থ থেকে খ্যাতি সবই পেয়েছেন অভিনেতা। বিশ্বের বহু দেশ ঘুরেছেন তিনি, ছুটি কাটিয়েছেন পরিবারের সাথে। কিন্তু বাবার বলা কথা, ‘আমাকে ছাড়া কাশ্মীর দেখো না। আমি তোমাকে দেখাবো’ আজ ভোলেননি শাহরুখ। তাই আজও কাশ্মীরে পা রাখেননি বলিউডের বাদশাহ।
প্রসঙ্গত, শাহরুখ জানান জন্মভূমি হওয়ার দরুন কাশ্মীরে অনেক বন্ধু রয়েছে তাঁর। অনেকেই তাকে ঘুরতে যাওয়ার জন্য বলেন, কিন্তু ওই যে বাবার সাথে যাওয়া হয়নি তাই যান না তিনি। তবে আসন্ন ছবি ‘ডাঙ্কি’ এর একটি দৃশ্য কাশ্মীরে শুট হয়েছে। তাই গত এপ্রিলে কাশ্মীরে গিয়েছিলেন তিনি। কিন্তু কাজের সূত্রে গেলেও সেখানে পরিবারের সাথে ঘুরতে আজও যাননি শাহরুখ খান।