Vishwakarma Puja 2023 : ১৭ সেপ্টেম্বর মানেই বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja)। আকাশের দিকে তাকালেই চোখে পড়বে ঘুড়ির মেলা আর কানে আসবে ‘ভোকাট্টা’র শব্দ। তবে এই বছর একদিন পিছিয়ে পড়েছে পুজো। ১৭ সেপ্টেম্বর নয়, বরং এই বছর ১৮ সেপ্টেম্বর হবে বিশ্বকর্মা পুজো। তবে আপনি কি জানেন, এই বছর বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদেই ভাগ্য খুলে যেতে চলেছে চার রাশির (Zodiac Signs) জাতক-জাতিকাদের।
এই বছর বিশ্বকর্মা পুজো একদিন পিছিয়ে যাওয়ায় তার প্রভাব রাশিচক্রেও পড়েছে। এই বিষয়ে জ্যোতিষ চর্চায় দেশির অধিকাংশ সময় ব্যয় করা ত্রিলোচন গোস্বামী এক নামী সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, গ্রহের স্থান পরিবর্তন হওয়ায় বেশ কিছু রাশির জন্য শুভ সময় (Good Luck) আসতে চলেছে।
ত্রিলোচন গোস্বামী খোলসা করে বলেন, ১৭ সেপ্টেম্বর সূর্যদেব সিংহ থেকে কন্যা রাশিতে গমন করবেন। অপরদিকে গতকাল অর্থাৎ ১৬ সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে গমন করেছেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সূর্য এবং বুধের সম্পর্ক ভীষণ বন্ধুত্বপূর্ণ। তাই সূর্য এবং বুধের স্থান পরিবর্তনে অত্যন্ত শুভ যোগ তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই যোগ ভীষণ বিরলও।
আরও পড়ুনঃ সতীন আসছে ফুলকির সংসারে! রোহিতের স্ত্রী হয়ে এন্ট্রি নিচ্ছেন এই সুন্দরী নায়িকা
সূর্য এবং বুধের এই স্থান পরিবর্তনের প্রভাব ১২টি রাশির ওপর পড়তে চলেছে। এর মধ্যে বেশ কিছু রাশির ওপর এর শুভ প্রভাব দেখা যাবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের যেমন প্রচুর ধনসম্পদ লাভের যোগ রয়েছে। প্রায় সব ক্ষেত্রেই তাঁদের উন্নতি হবে। অনেক আটকে থাকা কাজ এই সময় পূর্ণ হবে। সেই সঙ্গেই কর্মক্ষেত্রে বিপুল উন্নতি এবং আর্থিক লাভের যোগও রয়েছে তাঁদের।
আরও পড়ুনঃ চোখ বুজে চুম্বনে মত্ত, নবনীতাকে ভুলে কোথায় মজলেন জিতু? ছবি ভাইরাল হতেই হুলুস্থূল নেটপাড়া
পাশাপাশি কন্যা এবং কর্কট রাশির জাতক-জাতিকাদেরও ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় যেমন উন্নতি হবে, তেমনই চাকরিজীবীদেরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই আছে অর্থপ্রাপ্তির যোগও। তবে কোনও কিছু লেনদেনের সময় তাদের সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিদেশ যাত্রার সুযোগও তাঁরা পেতে পারেন।