Subhasish Mukherjee interview : সিনেমা হোক কিংবা সিরিয়াল অভিনয়ের যে কোন মাধ্যমেই নায়ক নায়িকাদের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেন সেই সিনেমার কমেডিয়ানরা। এই তাই এই সমস্ত কৌতুক অভিনেতারা ছাড়া এক কথায় অসম্পূর্ণ যে কোন গল্প। টলিউডের (Tollywood) এমনই একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা (Comedian) হলেন শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee)। যদিও কমেডিয়ানের চরিত্র ছাড়াও পরবর্তীতে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
যার মধ্যে বরাবরই দর্শকমহলে ব্যাপক চর্চায় থাকে তাঁর অভিনীত ‘হারবার্ট’। তবে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘শিল্পান্তর’ সিনেমায় প্রথম তিনি সুযোগ পেয়েছিলেন ছকভাঙা চরিত্রে অভিনয় করার। যদিও তার মানে এই নয় যে লাগাতার তিনি এই ধরনের সিনেমাতেই অভিনয় করার সুযোগ পেয়ে গিয়েছেন। তাই এই সব ভিন্ন স্বাদের চরিত্র করার পরেও তিনি ফিরে এসেছিলেন মেনস্ট্রিম সিনেমাতে।
অভিনয় করেছেন ‘চ্যালেঞ্জ ২’-এর মত সিনেমাতেও। পরে যদিও অভিনয় করেছেন ‘মেঘে ঢাকা তারা’ কিংবা ‘মহালয়া’র মতো বেশ কিছু ভিন্ন ধারার সিনেমায়। সম্প্রতি এই জনপ্রিয় অভিনেতা সিটি সিনেমার বিশেষ সেগমেন্ট ঠোঁট কাটাতে হাজির হয়েছিলেন। সেখানে অভিনেত জানিয়েছেন ক্লাস ফোর থেকেই তাঁর অভিনয় জীবনের হাতেখড়ি হয়ে গিয়েছিল। প্রথম থেকেই তিনি যুক্ত ছিলেন থিয়েটারের সাথে। জানা যায় শুভাশিস মুখোপাধ্যায় ছোটবেলায় স্কটিশচার্চ স্কুলে পড়াশোনা করেছেন।
আরও পড়ুনঃ প্রাক্তন প্রেমিকের কথা জানতেই আবার অপমানিত শিমুল! পরাগ-পলাশের ওপর ক্ষুদ্ধ দর্শকেরা
তবে একটা সময় দীর্ঘদিন তিনি থিয়েটার করেছেন। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে এই বাংলায় ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন অভিনেতা। কিন্তু একটা সময় প্রায় দেড় বছর কাজ না পেয়ে বাড়িতেই বসেছিলেন তিনি। এদিন অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল তিনি বড়পর্দা ছেড়ে ছোট পর্দায় অভিনয় করছেন কেন? এ প্রসঙ্গে অভিনেতা জানান সেই সময় তাকে সিরিয়ালে অভিনয় করার সুযোগ দিয়ে অভিনয় জগতে ফিরিয়ে এনেছিলেন জনপ্রিয় লেখক-প্রযোজক-পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী।
তাঁরই জনপ্রিয় সিরিয়াল ‘জড়োয়ার ঝুমকো’র হাত ধরে তিনি কামব্যাক করেছিলেন টেলিভিশনের পর্দায়। তবে এদিন তিনি জানিয়েছেন তিনি মূলত স্নেহাশীষ চক্রবর্তীর সিরিয়ালে অভিনয় করতে পছন্দ করেন। এদিন কথায় কথায় অভিনেতা জানিয়েছেন অভিনয় জীবনে তিনি টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি কৃতজ্ঞ আরো একজন মানুষের কাছে । তিনি হলেন স্বনামধন্য পরিচালক স্বপন সাহা। তাঁর পরিচালিত ১০৫ টি সিনেমার মধ্যে ৫৫টি সিনেমাতেই নাকি শুভাশিষ অভিনয় করেছিলেন কমেডিয়ান হিসেবে।
অনেকে তাঁকে জনপ্রিয় অভিনেতা মনু মুখোপাধ্যায়ের ছেলে বলে ভুল করেন। একটা সময় তিনি যা চুটিয়ে যাত্রা করতেন যার ফলে বাংলা সিনেমার অভিনয় করা কমিয়ে দিয়েছিলেন। তারপরে সেইসময় বাংলা সিনেমায় তাঁর যে শূন্যস্থান তৈরি হয়েছিল তা পূরণ করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক?
এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন ‘জায়গা তো কখনও ফাঁকা থাকে না। শূন্যস্থান তৈরি হলে তো পূরণ হবে। তাই এদিন তিনি জানিয়েছেন কাঞ্চন মল্লিক তাঁকে রিপ্লেস শূন্য স্থানটা পূরণ করেছিল। এদিন অভিনেতা আরও জানান ‘অনেকে আমাকে কাঞ্চন মল্লিক ভেবে ভুল করে। তবে কাঞ্চনকে কি বলে আমার জানা নেই। এমন বহুবার হয়েছে,এটা হবেই এ নিয়ে আমার দুঃখ নেই।’