• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথের গল্প চুরি করেই তৈরী ‘জওয়ান’! দেখা মাত্রই শাহরুখকে হাতেনাতে ধরল নেটিজেনরা

Jawan : ৭ই সেপ্টেম্বরের পর থেকে যেদিকেই দেখুন ভেসে আসবে একটাই নাম। ভারতবর্ষ তো বটেই, গোটা বিশ্ব জেনে গিয়েছে শাহরুখের (Shah Rukh Khan) নতুন সিনেমা ‘জওয়ান’ (Jawan) রিলিজ হয়েছে। চার বছর পর পাঠান ছবি দিয়ে বাদশাহী কামব্যাক করেছিলেন কিং খান। তবে এবার তার থেকেও বেশি হিট জওয়ান। অবশ্য এই সাফল্যের কৃতিত্ব অনেকটা পরিচালক অ্যাটলি কুমার (Atlee Kumar) এরও প্রাপ্য।

শাহরুখের জওয়ান সিনেমার জেরে রীতিমত ফেমাস হয়ে গিয়েছেন অ্যাটলী। কিন্তু এবার তার বিরুদ্ধেই উঠল গল্প চুরির অভিযোগ। হ্যাঁ ঠিকই দেখছেন, অন্য সিনেমার থেকেই নাকি টুকে দিয়েছেন জওয়ানের গল্প। সিনেমাহল থেকে বেরিয়ে এমনটাই মত বেশ কিছু দর্শকদের। জানা যাচ্ছে একটি তামিল ছবির থেকেই নাকি নেওয়া হয়েছে সিনেমার গল্প।

   

Shahrukh Khan Jawan Trailer launched and became instant hit

এমনিতেই বলিউড বনাম দক্ষিণী ছবির ক্রেজ বিগত কয়েক বছরে চরমে উঠেছে। একসময় সাউথের সিনেমার স্বত্ব কিনে হিন্দিতে ছবি বানিয়েই কোটিকোটি টাকা আয় হয়েছে। কিন্তু এবার জওয়ান এর মত ছবিও কপি দেখে হতাশ দর্শকদের একাংশ। কিন্তু প্রশ্ন হল কোন ছবির থেকে টোকা হয়েছে জওয়ান এর গল্প?

আরও পড়ুনঃ যেমন গুণী তেমনি সুন্দরী! টলিউড কাঁপানোর জন্য তৈরির অষ্টাদশী যীশু সেনগুপ্তর মেয়ে, রইল ছবি

Alligation agsins Atlee Jawan movie is copied from south movie

আরও পড়ুনঃ তাপস পাল, প্রসেনজিতের নায়িকা হয়েও মেলেনি কাজ! ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক ইন্দ্রানী দত্ত

এই প্রশ্নের উত্তরে জানা যাচ্ছে, তামিলের একটি ছবির থেকে কপি করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে  নামও প্রকাশ্যে এসেছে। ১৯৮৯ সালে রিলিজ হওয়া ‘থাইনাডু’ নামক ছবি থেকেই টোকা হয়েছে গল্প। ছবির নামের বাংলা অর্থ হল মাতৃভূমি। যেখানে নায়ক সত্যরাজকে বাবা ও ছেলের ডাবল রোলে দেখা গিয়েছিল। ঠিক যেমনটা জওয়ানের ক্ষেত্রে হয়েছে। এছাড়াও আরও একাধিক মিল রয়েছে।

এক নেটিজেন ছবির পোস্টের শেয়ার করে টুইট করেন, ‘জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ ১৯৮৯’। যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পরে। নেটিজেনদের একাংশ এই দাবির সাথে একমত হলেও শাহরুখ ভক্তদের মতে, দক্ষিণী ছবির গল্পের সাথে কিছু মিল থাকলেও ‘জওয়ান’ একেবারেই মৌলিক কাহিনীর একটি সিনেমা। এটাকে কপি পেস্ট বললে চলে না।

Shah Rukh Khan with Jawaan director Atlee kumar

প্রসঙ্গত, পরিচালক অ্যাটলীর বিরুদ্ধে গল্প ছুরুর অভিযোগ এই প্রথম নয়। এর আগেও ২০১৯ সালে ‘বিগলী’ ছবি রিলিজ হওয়ার পর অনেকেই দাবি করেছিল সেটি ‘স্ল্যামসসার’ নামক ছবি থেকে নকল করা হয়েছিল। সেই সময় ছবির নির্মাডা নন্দী ছিন্ন রেড্ডি অভিজ্ঞ এনেছিলেন। এর আগেই ২০১৬ সালে ‘থেরি’ ও ২০১৭ সালেও একটি দক্ষিণী ছবির বিরুদ্ধে একই অভিযোগ ওঠে।

site