• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০ জনে পারে মাত্র ১ জন! দেখুন তো ১৫ সেকেন্ডে ছবি দুটির মধ্যে ৬টি পার্থক্য পান কি না?

Brain Teaser find the difference : অপটিক্যাল ইলিউশন, ব্রেন টিজার (Brain Teaser) এগুলি একপ্রকার দৃষ্টি বিভ্রম তৈরি করে। অনেক মানুষ আছেন যারা এগুলি সমাধান করতে ভীষণ ভালোবাসেন। তাঁদের কাছে এটা একটা অভ্যাসের মতো। তাঁরা এই বিষয়টিকে একটি চ্যালেঞ্জের মতো করে দেখেন। অনেকে আবার বলেন, চোখের ধাঁধা, ব্রেন টিজার সমাধান করে যে মানসিক প্রশান্তি পাওয়া যায় তা খুব কম জিনিসেই মেলে।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) যুগে রোজই নিত্যনতুন ব্রেন টিজার ভাইরাল (Viral) হতে দেখা যায়। এর মধ্যে কোনোটিতে সঠিক উত্তর দিতে হয়, কোনোটিতে কিছু খুঁজতে হয়, কোনোটিতে আবার পার্থক্য (Difference) বের করে দেখাতে হয়। তবে চ্যালেঞ্জ যাই হোক না কেন, নেটিজেনরা এগুলি সমাধান করতে ভীষণ ভালোবাসেন। আজ আপনার জন্য এমনই একটি ব্রেন টিজার নিয়ে এসেছি আমরা।

   

Brain teaser, Brain teaser man, Brain teaser find the difference in the man

সম্প্রতি নেটপাড়ায় একটি ব্রেন টিজার ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ধাঁধায় পাশাপাশি দু’টি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দু’টি ছবিতেই দেখা যাচ্ছে, একই মানুষ (Man) দাঁড়িয়ে রয়েছেন। এক ঝলক দেখলে মনে হবে, দু’টি ছবি হয়তো এক। কিন্তু আসলে একেবারেই এমন নয়। পাশাপাশি থাকা দু’টি ছবির মধ্যে রয়েছে ৬টি পার্থক্য। সেগুলিকে খুঁজে বের করাই হল আজকের চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ পারলে জিনিয়াস না হলে বোকা! দেখুন তো ছবির দুটো পাখির মধ্যে ৬টা পার্থক্য খুঁজে পান কি না?

ভাইরাল এই ব্রেন টিজার সমাধান করার জন্য মাত্র ১৫ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি ৬টি পার্থক্য খুঁজে বের করে ফেলতে পারেন, তাহলে মেনে নিতে হবে আপনি সত্যিই জিনিয়াস। একবার চেষ্টা করে দেখুন তো ১৫ সেকেন্ডের মধ্যে আপনি ৬টি পার্থক্য খুঁজে বের করতে পারেন কিনা।

আরও পড়ুনঃ মাথার চুল ছিঁড়েও পারে না ৯৯% লোক! দেখুন তো ছবিতে লুকিয়ে থাকা সাপ খুঁজে পান কি না?

Brain teaser, Brain teaser man, Brain teaser find the difference in the man

নির্ধারিত সময়ের মধ্যে দু’টি ছবির মধ্যেকার ৬টি পার্থক্য যদি আপনি খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অভিনন্দন। কিন্তু না পেলেও চিন্তা করবেন না। কারণ আমরা আপনার জন্য সেই ৬টি পার্থক্য হাইলাইট করে দিচ্ছি। লাল বৃত্তগুলির দিকে তাকালেই আপনি বুঝে যাবেন দু’টি ছবির মধ্যে ঠিক কী কী পার্থক্য রয়েছে।

site